ইশতিয়াক সিদ্দিকী
হাটহাজারী প্রতিনিধি
শুক্রবার থেকে শুরু হওয়া চট্টগ্রামের হাটহাজারীর চারিয়া ইজতেমা মাঠে তিন দিনব্যাপী জোড় ইজতেমায় আগত মুসল্লিদের বিনামূল্য চিকিৎসাসেবা দিচ্ছে বৃহত্তর চট্টলার ঐতিহ্যবাহী দ্বীনি ও সেবামূলক সংগঠন আল আমিন সংস্থা ও হাফেজ্জী হুজুর রহ. সেবা সংস্থা।
সিলেট, হবিগঞ্জসহ দেশের ১৫ জেলা থেকে আগত মুসল্লীদের দীর্ঘ পথ সফর, ঠাণ্ডাসহ বিভিন্ন কারণে অনেকে প্রাথমিক অসুস্থ। এ সব রোগীদের পাশে দাঁড়িয়েছে দেশের দুটি সেবামূলক সংস্থা। দিচ্ছে বিনামূল্য চিকিৎসাসেবা।
আল আমিন সংস্থা কর্তৃক পরিচালিত ক্যাম্পটি বসানো হয়েছে ইজতেমা মাঠের একদম পশ্চিম পাশে। আল আমিন সংস্থার চিকিৎসাসেবা ক্যাম্পের আহবায়ক ও সংস্থার সিনিয়র সহসভাপতি মাওলানা মুহাম্মদ আনাস মাদানী জানান, চারিয়া ইজতেমায় আগত মুসল্লিদের জরুরী স্বাস্থ্যসেবা দিতে আল আমিন সংস্থা পরিচালিত বিনামূল্য চিকিৎসাসেবা ক্যাম্পের কাজ আমার সহকর্মীদের সাথে নিয়ে জোড়ালোভাবে চলছে। প্রতিদিন গড়ে সহস্রাধিক রোগীকে সেবাদানের সক্ষমতা নিয়ে ক্যাম্পকে প্রস্তুত করা হয়েছে।
তিনি আরো জানান, প্রতিদিন সকাল ৮টা রাত ৮টা পর্যন্ত চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে। ক্যাম্পে রোগীদের জন্য ঔষধসহ প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রীর পর্যাপ্ত মওজুদ করা হয়েছে। ওয়ান ডায়াগনষ্টিক সেন্টার, স্বনামধন্য চিকিৎসক টিমসহ আমাদের কিছু শুভাকাঙ্খীও চিকিৎসা সেবায় সহযোগিতার হাত বাড়িয়েছেন।আমি তাদের প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি।

এদিকে মাঠের পূর্বপাশে চিকিৎসা ক্যাম্প করেছে দেশব্যাপী সেবার কাজে অগ্রগামী সংগঠন 'হাফেজ্জী হুজুর রহ সেবা সংস্থা'। চিকিৎসাসেবার পাশাপাশি চলছে রক্তের গ্রুপ নির্ণয়।
সংস্থার চেয়ারম্যান মাওলানা রজীবুল হক জানান, দেশব্যাপী সব ইজতেমায় আমাদের মেডিকেল ক্যাম্প করা হয়। সে ধারাবাহিকতায় এ জোড়েও আমাদের ক্যাম্প স্থাপন করা হয়েছে। আমাদের ডাক্তার ও স্বেচ্ছাসেবকবৃন্দ চিকিৎসা ও সেবাদানে নিরলস কাজ করে যাচ্ছে।
এদিকে চিকিৎসাসেবা গ্রহণ করে মুসল্লীদের অত্যন্ত সন্তুষ্ট দেখা গেছে। উভয় ক্যাম্প মিলে প্রায় পাঁচ হাজার মুসল্লীদের বিনামূল্য চিকিৎসা সেবা দেয়া হয়েছে বলে জানা গেছে।
এ দু’টি ক্যাম্প ছাড়াও হাটতাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ব্যবস্থাপনায় চারিয়া বোর্ড স্কুলে একটি মেডিকেল ক্যাম্প করা হয়েছে।
-এএ