আওয়ার ইসলাম: মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, বর্তমান বিশ্বের কোথাও ন্যায়বিচার প্রতিষ্ঠিত নেই। সব জায়গায় সবলরা দুর্বলদের ওপর অত্যাচার করে। তার নমুনা আমরা দেখতে পাই আমাদের দেশসহ সারা বিশ্বের বিচারব্যবস্থায়। বিশেষ করে সম্প্রতি আমাদের পাশ্ববর্তী দেশ ভারতে বাবরি মসজিদের মামলার রায় হয়েছে। সেখানে ন্যায়বিচার উপেক্ষিত হয়েছে।
তিনি বলেন, শুধুমাত্র হিন্দুদের অন্ধবিশ্বাসের ওপর ভিত্তি করে এই রায় প্রদান করা হয়েছে। যা কোন বিশ্বস্থ সূত্র দ্বারা প্রমাণিত নয়। অথচ সেখানে বিগত ৫০০ বছর যাবত মসজিদ দৃশ্যমান ছিল। এভাবে বিশ্বের বিভিন্ন দেশ আজ মানবতা ভূলণ্ঠিত। সাম্য ও মানবিক মর্যাদা কোথাও নেই। একমাত্র ইসলামই ন্যায়বিচারের শিক্ষা দেয়। ইসলাম প্রতিষ্ঠা হলেই সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে। গৌরবোজ্জ্বল ইসলামী খেলাফত তারই প্রমাণ করে।
চরমোনাই মাহফিলের নমুনায় বাংলাদেশ মুজাহিদ কমিটি ফেনী জেলার উদ্যোগে আয়োজিত ফেনীর মহিপাল সরকারি কলেজ মাঠে তিন দিনব্যাপী ওয়াজ মাহফিলের দ্বিতীয় দিন শুক্রবার (৬ ডিসেম্বর) প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গতকাল মাগরিবের পর থেকেই লোকে লোকারণ্য হয়ে উঠেছে মাহফিল প্রাঙ্গন। শ্রোতাদের উপচে পড়া ভীড় সামাল দিতে হিমসিম খেতে হয়েছে মাহফিল কর্তৃপক্ষকে। তিন দিনব্যাপী এ মাহফিল শুধু বয়ানের মধ্যে সীমাবদ্ধ নয়। সকাল থেকে জুমার আগ পর্যন্ত বিশুদ্ধ কুরআন শিক্ষা, নামাজ শিক্ষাসহ প্রয়োজনীয় মাসআলা-মাসায়েল শিক্ষা দেয়া হয়েছে।
অন্যান্যদের মাঝে বয়ান করেন- খুলনার পীর মাওলানা আবদুল আউয়াল, মুফতি হাবিবুর রহমান মিছবাহ, ফেনীর ওলামাবাজার মাদরাসার মুহাদ্দিস মাওলানা আবু সাঈদ, জামিয়া রশিদিয়ার মুহতামিম মুফতি শহিদুল্লাহ, দাগনভূঞা আশরাফুল উলুম মাদরাসার মুহতামিম মুফতি ইউসুফ কাসেমী, নুরপুর মাদরাসার মুহতামিম মাওলানা নুরুল্লাহ, ফেনী কোর্ট মসজিদের ইমাম মাওলানা মীর হোসাইন, মাওলানা আবদুর রহমান জামী, মাওলানা খলিলুর রহমান প্রমুখ।
-এএ