শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭


আলিয়া মাদরাসা শিক্ষা মানোন্নয়নের দাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাদরাসা শিক্ষার মানোন্নয়নসহ শিক্ষাব্যবস্থা সরকারিকরণের দাবি জানিয়েছেন মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশনের (বিএমজিটিএ) কমলনগরে উপজেলার নেতারা। বিএমজিটিএর কমলনগর উপজেলা সম্মেলনে এ দাবি জানিয়েছেন তারা।

গতকাল শুক্রবার (৬ ডিসেম্বর) উপজেলার হাজিরহাট হামেদিয়া ফাজিল মাদরাসা মিলনায়তনে উপজেলা বিএমজিটিএর সম্মেলনের অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএমজিটিএর সভাপতি মাস্টার আবুল কাশেমের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির জেলা শাখার সভাপতি মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. ফিরোজ আলম, মাতাব্বরনগর দারুছুন্না আলিম মাদরাসার অধ্যক্ষ মো. আলী হোছাইন ও জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ওয়াজি উল্যাহ জুয়েল।

উপজেলা বিএমজিটিএ’র সাধারণ সম্পাদক মো. লোকমান হোসেনের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সদস্য মো. ফিরোজ কবির, রামগতি উপজেলা শাখার সভাপতি মাহতাব উদ্দিন আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা, মাদরাসা শিক্ষার মানোন্নয়নের দাবি জানান। সম্মেলনে শিক্ষাব্যবস্থা সরকারিকরণের দাবি জানানো হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ