আওয়ার ইসলাম: মৌলভীবাজারের কুলাউড়ার শরীফপুর চাতলাপুর সীমান্ত দিয়ে অবৈধ পথে বাংলাদেশে প্রবেশের সময় তিনজনকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।
বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলার শরীফপুর ইউনিয়নের লালারচক সীমান্তের নো ম্যানস ল্যান্ডের একশ’ গজের ভেতর থেকে তাদের আটক করে বিজিবি শরীফপুর আমতলা ক্যাম্পের বিজিবি সদস্যরা। পরে রাত ৮টার দিকে আটককৃতদের কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়।
আটকরা হলেন- কুড়িগ্রামের পশ্চিম ছাদ গোলাপপুর এলাকার বাসিন্দা ফজলুল হকের ছেলে মো. রুবেল মিয়া, বগুড়ার পান্নাপাড়া এলাকার হাবিবুর মণ্ডলের ছেলে মো. আরিফুল মণ্ডল, সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ এলাকার মৃত হাওলাদ সুত্রধরের ছেলে বাবু সুত্রধর।
বিজিবি সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে শরীফপুর আমতলা ক্যাম্পের বিজিবি ৪৬ ব্যাটেলিয়নের সহকারী কমান্ডার হাসিবুল ইসলামের নেতৃত্বে একটি টহল দল লালারচক সীমান্তের নো ম্যানস ল্যান্ড এলাকা থেকে তিন বাংলাদেশিকে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে ভারতীয় মুদ্রা ৩৪৫০ রুপি, মোবাইল ও সিম, চকলেট ও কসমেটিক্স সামগ্রী জব্দ করে বিজিবি।
বিজিবি আরও জানায়, রুবেল মিয়া ও আরিফুল মণ্ডল গত ১ বছর ধরে ভারতের ব্যাঙ্গালোরে একটি গার্মেন্টেসে চাকরি করছেন এবং বাবু সূত্রধর কিছুদিন আগে ভারতে তার আত্মীয়ের বাড়িতে বেড়াতে যায়। এ ঘটনায় বিজিবি ৪৬ ব্যাটেলিয়নের সহকারী কমান্ডার হাসিবুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
বিজিবির ৪৬ ব্যাটালিয়নের (শ্রীমঙ্গল) অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় মুঠোফোনে সত্যতা নিশ্চিত করে বলেন, ভিসা পাসপোর্ট ছাড়া অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় তিনজনকে আটক করা হয়েছে। তাদেরকে থানায় হস্তান্তর করা হয়েছে এবং মামলা করা হয়েছে।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মুহা. ইয়ারদৌস হাসান বলেন, এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের আগামীকাল আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।
-এএ