রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭


বালাগঞ্জে বিরল রোগে আক্রান্ত শিশু দুর্জয়, চিকিৎসায় এগিয়ে এলেন প্রতিবেশীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বালাগঞ্জ প্রতিনিধি: সিলেটের বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের শিওরখাল গ্রামের চৈতন্দ্র করের ৮ মাস বয়সি ছেলে দুর্জয় কর বিরল রোগে আক্রান্ত। হত দরিদ্র এই পরিবারের পক্ষে চিকিৎসা খরচ বহন করা সম্ভব না হওয়ায় তার চিকিৎসা ব্যয়ে আর্থিক সহায়তায় এগিয়ে এসেছেন শিওরখাল গ্রামবাসী ও গ্রামের যুক্তরাজ্য প্রবাসীরা।

বৃহস্পতিবার শিওরখাল গ্রামের বাহরাম খানের বাড়িতে চৈতন্দ্র কর ও তার পরিবারের কাছে আনুষ্ঠানিক ভাবে গ্রামবাসীর পক্ষ থেকে প্রায় ৬০ হাজার টাকা তুলে দেয়া হয়েছে।

আর্থিক সহায়তা প্রদানকারীদের মধ্যে যুক্তরাজ্যস্থ শিওরখাল প্রবাসীদের সংগঠন ওয়ান কমিটির পক্ষে ২৮ হাজার টাকা, ১নং ওয়ার্ড যুক্তরাজ্য প্রবাসীদের পক্ষে ২১ হাজার টাকা ও গ্রামের বাহরাম খানের পরিবারের পক্ষ থেকে ১০ হাজার টাকা প্রদান করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন সমাজকর্মী মুহা. আসলাম খান, পঞ্চায়েত কমিটির উপদেষ্টা বাহরাম খান, সভাপতি হাজি মনোহর খান, সহ-সভাপতি হাজি আব্দুল ওয়াহিদ, হাজি নছিব উল্যা, সাধারণ সম্পাদক মুহা. ছমির আলী, সহ-সাধারণ সম্পাদক মুহা. লেবু মিয়া, কোষাধ্যক্ষ ইরন খান, সাংগঠনিক সম্পাদক মুহা. সমছু মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, কামিল আহমদ, প্রচার সম্পাদক আব্দুস ছালাম, নুরুল ইসলাম, গ্রামের পূর্বশা যুবসংঘের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুস সহিদ, সামছুল ইসলাম খান, ফুজায়েল খান সাজু, নাজমুল ইসলাম, মহসিন খান, হাফিজ মামুন আহমদ ও সারওয়ার খান প্রমুখ।

শিওরখাল গ্রামের যুক্তরাজ্যস্থ ওয়ান কমিটির পক্ষে আর্থিক অনুদান প্রদানকারীরা হলেন- রেজওয়ান আলী কয়েছ, মুহা. আজাদ খান, আনছার মিয়া, মাওলানা সাদিকুল ইসলাম, মুহা. ছালেহ্ ইউসুফ খান, মুহা. লালা মিয়া, মুহা. বদরুল খান, মুহা. আলম খান, মুহা. আক্তার আলী ও আব্দুল বারী। বিরল রোগে আক্রান্ত শিশু দুর্জয়ের পিতা চৈতন্দ্র কর আর্থিক অনুদান প্রদানকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ