রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭


ঢাকার সঙ্গে উত্তর-দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কামারখন্দে রাজশাহী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার ঘটনায় তিন ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ইঞ্জিন বিকল হওয়া ট্রেনটি বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে পৌঁছানোর পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

রেল যোগাযোগ স্বাভাবিক হওয়ার বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন পাবনার ভাঙ্গুড়া স্টেশনের মাস্টার নজরুল ইসলাম।

তিনি জানান, সকাল সাতটার দিকে রংপুর থেকে চট্টগ্রামগামী এমজি বিসি ব্লক নামে একটি মালবাহী ট্রেন পাবনার ভাঙ্গুড়া স্টেশনে ১ নং লাইনে দাঁড় করানো হচ্ছিল। এ সময় সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা দর্শনাগামী এসবিআইডি-২ ডাউন নামে অপর একটি খালি মালবাহী ট্রেন সিগন্যাল অমান্য করে একই লাইনে প্রবেশ করায় ট্রেনের চালক।

এতে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হলে বগি লাইনচ্যুত হয়। এ সময় খালি মালবাহী ট্রেনের চালক বশির আহমেদ আহত হন। আহত অবস্থায় তাকে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এ বিষয়ে পাবনা পাকশী রেলওয়ে বিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিআরএম) অশিম কুমার তালুকদার বাংলানিউজকে জানান, আমরা সিরাজগঞ্জ থেকে একটি ইঞ্জিন এনে মালবাহী ট্রেন দু'টিকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে ট্রেন চলাচল সাভাবিক হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ