আওয়ার ইসলাম: কিশোরগঞ্জের বাজিতপুরে পিকআপ ভ্যান চাপায় জাহিদুল ইসলাম (২০) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার ভোররাতে উপজেলার পিরিজপুর এলাকায় ভৈরব-কিশোরগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, নিহত জাহিদুল গাজীপুরের শ্রীপুর উপজেলার নোয়াগাঁও গ্রামের আব্দুল গণির ছেলে। তিনি বাজিতপুর থানায় কর্মরত ছিলেন।
বাজিতপুর থানার পরিদর্শক (তদন্ত) সারোয়ার জাহান বলেন, রাতে ডিউটিরত অবস্থায় পিরিজপুর আমলিতলা এলাকায় জাহিদুল গাড়ি থেকে নামলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন জাহিদুল। উদ্ধার করে জহিরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জাহিদুলকে চাপা দেয়ার পরপরই পিকআপ ভ্যানটি পালিয়ে যায় বলেও এই পুলিশ সদস্য জানান।
-এএ