আওয়ার ইসলাম: কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের পূর্ব মোক্তারকুল নামক স্থানে একটি ডাম্পার দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুর ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন একই এলাকার আবুল বশর (৮৫) ও ফাহাদ (১৫)। ফাহাদ খরুলিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল বলে জানা গেছে। ঝিলংজা ইউনিয়ন পরিষদের সদস্য নাছির উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, এলাকায় বিয়েবাড়িতে যাওয়ার জন্য অপেক্ষারত ছিলেন তারা। হঠাৎ বেপরোয়া গতির ঘাতক ডাম্পার তাদেরকে ধাক্কা দিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে আবুল বশর (৮৫) নামের এক বৃদ্ধ মারা যান।
ঘটনার ৩০ মিনিট পর ক্রেন দিয়ে ঘাতক ডাম্পার উদ্ধার করা হয়। এ সময় ডাম্পারের নিচে আটকে পড়ে থাকা স্কুলছাত্র ফাহাদকে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। পরে তারও মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেপরোয়া গতির ডাম্পারটি চালাচ্ছিল হেলপার। ডাম্পারের মালিক আওয়ামী মোটর চালক লীগের নেতা দরগাহপাড়া এলাকার দিদার। এ ঘটনার পর সড়ক অবরোধ করে ওই ডাম্পারে আগুন লাগিয়ে দেয় স্থানীয় লোকজন।
-এটি