ইশতিয়াক সিদ্দিকী
হাটহাজারী প্রতিনিধি
বৃহত্তর চট্টলার ঐতিহ্যবাহী দীনি ও সেবামূলক সংগঠন 'আল আমিন সংস্থা'র ব্যবস্থাপনা ও আল্লামা শাহ আহমদ শফী সেবা সংস্থার সহযোগিতায় তিন দিনব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিনের কার্যক্রম শেষ হয়েছে গতকাল বুধবার।
মাহফিলে আলোচকরা বলেন, মহান আল্লাহ তায়ালা মানবজাতির সুষ্ঠ জীবন পরিচালনার জন্য পবিত্র কুরআন নাজিল করেছেন। আর সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সা. কে পাঠিয়েছেন বাস্তব জীবনে কুরআনের শিক্ষা বাস্তবায়ন করার জন্য। তাই আদর্শ সমাজ ও রাষ্ট্র গঠনে কুরআন সুন্নাহ অনুসরণের বিকল্প নেই।
আলোচকরা আরও বলেন, কুরআন সুন্নাহ অনুসরণের লেবেল লাগিয়ে যারা সাধারণ মুসলমানদের ধোঁকা দিচ্ছে। কাদিয়ানী, আহলে হাদীস, বেদআতী সম্প্রদায় ইসলাম অনুসরণের নামে, আশেকে রাসুল এর নাম দিয়ে সাধারণ মুসল্লীদের পবিত্র কুরআন ও সুন্নাহ থেকে দূরে ঠেলে দিচ্ছে। মুসলিম উম্মাহর মাঝে দলাদলি সৃষ্টি করছে। এদের বিভ্রান্তি ও অপতৎপরতা সম্পর্কে আপনাদের সজাগ থাকতে হবে।
বক্তারা আরও বলেন, মুসলমান হলে, কুরআন মানলে নামাজ পড়তে হবে। সুদ ঘুষ ছাড়তে হবে। মাদক থেকে দূরে থাকতে হবে। পর্দা মেনে চলতে হবে। বিদআত থেকে দূরে থাকতে হবে। ঈমানদাররা কখনো এসব কাজে জড়িতে হতে পারে না। মুসলমান নারী-পুরুষের কুরআন হাদিসের অনুসরণ করতে হবে।
[caption id="attachment_175956" align="aligncenter" width="300"]
বই কিনতে ক্লিক করুন[/caption]
মাওলানা আনাস মাদানী ও মুহাম্মদ আহসান উল্লাহর যৌথ সঞ্চালনায় মাওলানা কারী মঈনুদ্দিন, মাওলানা শিহাব উদ্দিন, মাওলানা লোকমান হাকিম ও মাওলানা ইছহাক নূরের ধারবাহিক সভাপতিত্বে অনুষ্ঠিত তাফসীর মাহফিলের প্রথম দিনের কার্যক্রম উদ্বোধন করেন মাওলানা ওমর কাসেমী।
মাহফিলে তাফসীর পেশ করেন, আল্লামা নুরুল ইসলাম ওলীপুরী, মুফতি দেলোয়ার হোসাইন, মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা মুহাম্মদ, মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী, মাওলানা মুফতি আব্দুল আজিজ, মাওলানা নজির আহমদ প্রমুখ।
-এএ