রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭


সুন্দরবন-খুলনায় শনিবার আঘাত হানতে পারে ‘বুলবুল’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঘূর্ণিঝড় ‘বুলবুল’ শনিবার (৯ নভেম্বর) দুপুর নাগাদ দেশের দক্ষিণ-পশ্চিম উপকূল দিয়ে অতিক্রম করবে। সুন্দরবন ও খুলনায় আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়টি।

আবহাওয়া অধিদফতর বলছে, বুলবুলের কারণে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেটে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে, যা ১১ তারিখ পর্যন্ত থাকবে। ১২ তারিখ থেকে আবহাওয়া স্বাভাবিক হবে বলে জানানো হয়েছে।

এদিকে ঘূর্ণিঝড় বুলবুলের কারণে পটুয়াখালী থেকে অভ্যন্তরীণ ১৮টি রুটে ৬৫ ফুটের নিচে সব লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ পটুয়াখালী।

পটুয়াখালীতে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। জেলার সর্বত্র মাঝারি ও ভারী বৃষ্টিপাত হচ্ছে। স্থানীয় নদীবন্দর সমূহকে ২ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ