রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭


জেএসসি পরীক্ষার ২ কেন্দ্র সচিবকে অব্যাহতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তথ্য গোপন করার অভিযোগে ভূরুঙ্গামারীতে জেএসসি পরীক্ষা কেন্দ্রের ২ কেন্দ্রসচিবকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

রোববার উপজেলা নির্বাহী অফিসার তাদের অব্যাহতি দেয়। উপজেলা নির্বাহী অফিসার মাগফুরুল হাসান আব্বাসী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা যায়, উপজেলার সোনাহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন ও সোনাহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছুর রহমানের সন্তানরা জেএসসি পরীক্ষা অংশ নিয়েছে। এ তথ্য গোপন করে ওই দুই প্রধান শিক্ষক জেএসসি পরীক্ষায় কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করে আসছেন।

এ বিষয়ে অভিযোগ পাওয়ার পর উপজেলা নির্বাহী অফিসার আজ বিকেলে তাদের দুজনকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে সোনাহাট উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে পাটেশ্বরী উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক রোকনুজ্জামানকে এবং সোনাহাট বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে বলদিয়া বহুমুখি উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক আব্দুস সাত্তারকে দায়িত্ব দেয়া হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ