রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭


খাগড়াছড়িতে আওয়ামী লীগ নেতার ঝুলন্ত লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খাগড়াছড়ির দীঘিনালায় মুহাম্মদ শাকিল (৫২) নামে এক আওয়ামী লীগ নেতা খুন হয়েছেন।

শুক্রবার রাতে মেরুং ইউনিয়নের দুর্গম রেংকার্য্য এলাকা থেকে শাকিলের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

জানা যায়, নিহত মুমাম্মদ শাকিল উপজেলার মেরুং ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তিনি মেরুং ইউনিয়নের মৃত সিরাজ মিয়ার ছেলে।

এ বিষয়টি নিশ্চিত করেছেন মেরুং ইউয়িনের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় চেয়ারম্যান রহমান কবির রতন। তিনি জানান, ব্যক্তিগত কাজে শাকিল রেংকার্য্য এলাকায় যান। রাতে তাকে হত্যার খবর পাওয়া যায়। তবে কীভাবে এ ঘটনা ঘটেছে সেই বিষয়ে আমরা এখনও জানতে পারিনি।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) উত্তম চন্দ্র দেব জানান, মেরং রেংকার্য্য এলাকা থেকে ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে পাঠানো হবে। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে তাকে কেউ হত্যা করে লাশ গাছে ঝুলিয়ে রেখেছে বলে জানান তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ