শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ২ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭


ধানমন্ডিতে আবাসিক ভবনে আগুন, ১ নারীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর ধানমন্ডিতে একটি আবাসিক ভবনে আগুনের ঘটনায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

আজ শনিবার সকাল ৯টার দিকে ধানমন্ডির ৬/এ-তে সাউথ ব্রিজের ওই আবাসিক ভবনে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর ফরিদ উদ্দিন এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গেছে। তবে আগুন লাগার কারণ জানাতে পারেননি তিনি।

আগুনে ওই নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ। তিনি বলেন, আগুনের ঘটনায় একজন মারা গেছেন। তার বিস্তারিত পরিচয় জানার জন্য পুলিশ পাঠানো হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ