শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ২ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭


কর্ণফুলী নদীতে বাল্কহেড ডুবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটি এলাকায় কর্ণফুলী নদীতে একটি বালুবাহী বাল্কহেড ডুবে গেছে। এ ঘটনায় দুর্ঘটনা কবলিত নৌযানটির পাঁচ মাঝিমাল্লাকে উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) রাতে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

জানা যায়, বাল্কহেডটি বন্দরে খনন কাজে নিয়োজিত ছিল। ঘটনার পর থেকে কর্ণফুলী চ্যানেল দিয়ে সব ধরনের জাহাজ চলাচল আপাতত বন্ধ আছে।

চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক জানান, রাষ্ট্রায়ত্ত পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল কোম্পানির জ্বালানি তেল খালাসের জন্য নির্ধারিত ডলফিন জেটির সামনে একটি বালুবাহী বাল্কহেড ডুবে গেছে। সে কারণে আপাতত জাহাজ চলাচল সীমিত করা হয়েছে। আশা করছি সকালে নতুন জোয়ারের আগেই চ্যানেল নিরাপদ করা যাবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ