রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭


গাজীপুরে নদীতে ডুবে ৩ বোনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজীপুরের কাপাসিয়ায় ব্রহ্মপুত্র নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে তিন বোনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৪ অক্টোবর) উপজেলার খিরাটি এলাকায় এ ঘটনাটি ঘটে। মরদেহ তিনটি উদ্ধার করা হয়েছে।

নিহতরা হলো- সিনথিয়া (১১) সিনহা (৭) এবং হিমা (১২)। নিহত হিমার মামাতো বোন সিনথিয়া ও সিনহা।

কাপাসিয়া থানার ওসি রফিকুল ইসলাম জানান, হিমা তার নানার বাড়িতে বেড়াতে আসে। দুপুরে হিমা এবং তার মামাতো বোন সিনথিয়া ও সিনহা ব্রহ্মপুত্র নদীতে গোসল করতে গেলে তারা নদীতে ডুবে নিখোঁজ হয়। পরে নিহতের পরিবার ও স্থানীয়রা খোঁজাখুঁজি করে বিকেলে নদী থেকে হিমা, সিনথিয়া ও সিনহাকে মৃত অবস্থায় উদ্ধার করে।

তিনি আরও জানান, নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ