রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭


প্রবাসীর স্ত্রীর ঘরে আপত্তিকর অবস্থায় পুলিশ কনস্টেবল আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাবনার চাটমোহরে প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় জনতার আটক হয়েছেন ফিরোজ আলী নামে এক পুলিশের কনস্টেবল।

সোমবার (৩০সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টা দিকে পৌর এলাকার দোলং মহল্লায় এ ঘটনা ঘটে। পরে ফিরোজ আলীকে পাবনা পুলিশ লাইনে সংযুক্ত (ক্লোজড) করা হয়েছে।

জানা গেছে, সোমবার রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে ঢুকতে দেখার পরে ওই ঘরের দরজা বাইরে থেকে আটকিয়ে দেয় এলাকাবাসী। মূহুর্তের মধ্যেই শত মানুষ ভিড় জমায় ওই বাড়িতে। এ খবর পৌঁছে যায় থানায়। এরপর ফিরোজ আলীকে থানায় নিয়ে আসেন সহকর্মী পুলিশ কর্মকর্তারা।

এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরেই ওই মহিলার ঘরে যাতায়াত করতেন ফিরোজ আলী। এ নিয়ে ক্ষোভ ও গুঞ্জন ছিল মহল্লায়।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসীর উদ্দিন জানান, মহিলা বা তার স্বজনদের কেউ অভিযোগ করেনি। ফিরোজ আলীকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। তার বিরুদ্ধে আমি রিপোর্ট পাঠাব। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ব্যবস্থা নিবেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ