রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭


যশোরে বাসচাপায় মাদরাসাছাত্রীসহ নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যশোর ঝিকরগাছার মল্লিকপুরের বেনাপোল সড়কে বাসচাপায় মাদরাসাছাত্রীসহ দুইজন নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার সকাল ১০টায় এ ঘটনা ঘটে। নিহত তরিকুল ইসলাম পেশায় কাঠমিস্ত্রি ও শিশু তৈয়বা (০৮) একজন মাদরাসাছাত্রী। নিহত তৈয়বা মল্লিকপুর গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে এবং তরিকুল একই এলাকার আলম হোসেনের ছেলে।

ঝিকরগাছা হাইওয়ে পুলিশ জানান, সকাল ১০টার দিকে যশোর থেকে সাতক্ষীরার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে তরিকুল ইসলাম নামে এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এসময় একই বাসের নিচে চাপা পড়ে তৈয়বা নিহত হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাভারণ হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক টিটু কুমার নাথ জানান, নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর আড়াইশো শয্যা হাসপাতালে পাঠিয়েছে। ঘাতক বাসচালককে আটকের চেষ্টা চলছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ