শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭


সিলেটে ঘুরতে গিয়ে মাদরাসা ছাত্র নিখোঁজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে সাদা পাথরের পর্যটন স্পটে বেড়াতে গিয়ে হাফিজুর রহমান (১৯) নামে একজন নিখোঁজ হয়েছেন।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) কোম্পানীগঞ্জ সাদা পাথর পর্যটন এলাকায় পানিতে নেমে তিনি নিখোঁজ হন।

হাফিজুর রহমান ঢাকার কামরাঙ্গীরচরের হারুনুর রশিদের ছেলে। সে মারকাজুল কোরআন আসরাবাদ মাদরাসার ১০ম শ্রেণির ছাত্র।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন এলাকায় ১৪৪ জন মাদরাসা ছাত্র বেড়াতে আসেন। বিকেল পানিতে নামলে হাফিজুর রহমান স্রোতে তলিয়ে যান। পরে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেক খোঁজাখুঁজি করেও হাফিজুরের সন্ধান পাওয়া যায়নি।

কোম্পানীগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম বলেন, মাদরাসা কর্তৃপক্ষ ছাত্র নিখোঁজের বিষয়টি সন্ধ্যায় জানিয়েছে। রাত সোয়া ১০টা পর্যন্ত অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান মিলেনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ