শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭


ফেনীতে ইশা ছাত্র আন্দোলনের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য র‍্যালী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ফেনী জেলার উদ্যেগে সংগঠনের জেলা সভাপতি মু. আতাউল্লাহ কবীর ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মু. সাঈদুল হক সিরাজীর সঞ্চালনায় বিকাল ৫ ঘটিকায় সংগঠনের একাডেমী রোডস্থ জেলা কার্যালয়ের সামনে ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়।

গতকাল বৃহস্পতিবারের এ সভাবেশ ও র‌্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মেধাবী ছাত্রনেতা শেখ ফজলুল করীম মারুফ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি জেনারেল মু. নুরুল করীম আকরাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মুফতি আবদুর রহমান গিলমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা সভাপতি মাও. কাজী গোলাম কিবরিয়া, সেক্রেটারি মাও. আবদুর রাজ্জাক,

সমাবেশ শেষে একটি বিশাল র‍্যালি মিজান রোড. ট্রাংক রোড. বড় মসজিদ. জহিরিয়া মসজিদ সহ শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করেন।

প্রোগ্রামে এছাড়াও আরো উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন ফেনী জেলার সহ-সভাপতি মাও. হারুনুর রশিদ,
ইশা ছাত্র আন্দোলন ফেনী জেলা সহ-সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক সাঈদুল হক সিরাজী, সাংগঠনিক সম্পাদক মুতাসিম বিল্লাহ রাসেল, প্রশিক্ষণ সম্পাদক শহিদুল ইসলাম ভুঁইয়া।

প্রচার ও প্রকাশনা সম্পাদক মু. রফিকুল ইসলাম আশ্রাফি, অর্থ সম্পাদক মু. হাফিজুল ইসলাম, দপ্তর সম্পাদক মু. আবুদাউদ রেদওয়ান, কলেজ বি.স. মু. আবদুল আলী, কওমি মাদরাসা বি.স. ওবায়দ উল্লাহ, আলিয়া মাদরাসা বি.স. হাফেজ আবু রায়হান, সাহিত্য ও সংস্কৃতি বি.স. হেফাজতুল্যাহ রাশেদ, জেলা সদস্য মু. ফয়জুল করীম প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ