বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৭ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬


আজ হাটহাজারী আসছেন তাবলিগের মুরুব্বী মাওলানা জ‌োবায়ের আহমদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মাদ ইশ‌তিয়াক সি‌দ্দিকী
হাটহাজারী প্র‌তিন‌ি‌ধি

হাটহ‌াজারী আসছেন বাংলাদেশের তাবলিগ জামাতের প্রধান মারকাজ কাকরাইল মসজিদের খতিব ও তাবলিগ জামাতের শীর্ষ মুরুব্বী হাফেজ মাওলানা মোহাম্মদ জুবায়ের আহমদ।

আজ বৃহস্প‌তিবার বাদ মাগ‌রিব হাটহাজারী চা‌রিয়া মারকা‌যে (মদীনা মস‌জি‌দে) তিনি বয়ান কর‌বেন ব‌লে একা‌ধিক সূত্র নি‌শ্চিত ক‌রে‌ছে।

তাবলিগ জামা‌তের সূত্র‌ে জানা গে‌ছে,  মাওলানা জোবায়ের আহমদের নেতৃত্বে কাকরাইল মারকাজের মুরব্বিদের একটি বড় জামাত আজ চট্টগ্রাম পৌঁছ‌বে। চট্টগ্রামে ‌তিনদিন অবস্থান করবেন।

অন্যদিকে কাল জুমাবার স্কুল, কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জোড়, আর শনিবার উলামা হজরত ও পুরানো সাথীদের জোড় হওয়ার কথা র‌য়েছে।

এদি‌কে শীর্ষ মুরুব্বীদের চট্টগ্রাম সফর‌কে কেন্দ্র ক‌রে ব্যাপক প্রস্তুতি ও দাওয়াতি মেহনত চলছে পুরো চট্টগ্রাম জুড়ে। মসজিদে মসজিদ গাস্ত মাশওয়ারা ও বি‌শেষ জোড় চলছে বলে জানা গেছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ