বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৫ রজব ১৪৪৭

শিরোনাম :
‘শের’ দ্বারা রুমিন ফারহানার অভিযোগের জবাব দিলেন জুনায়েদ আল হাবীব  এক মাস ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র মোমিনের ৮ মাস পালিয়ে থাকা ও দেশ ছাড়া নিয়ে মুখ খুললেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ক্রেন ভেঙে পড়ে নিহত ২২ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা বাড়লে উপসাগরীয় অঞ্চলে বিপর্যয় ঘটতে পারে: কাতার ইরানে সামরিক হামলার পরিকল্পনা নিয়ে রাশিয়ার কড়া সতর্কবার্তা সংবিধান সংস্কারে গণভোট : স্কুল, কলেজ ও মাদ্রাসায় ব্যাপক প্রচারণার নির্দেশ জাস্টিস ফর হাদি, ইনশাআল্লাহ: মির্জা ফখরুল সুতার মোজার ওপর মাসাহ—শরঈ বিধান কী বলছে? মেধা বিকাশের অনন্য ঠিকানা ‘জামিআ ইসলামিয়া বাইতুল আমান’

আর্থিক খাতের অনিয়ম নিয়ে হাইকোর্টের অসন্তোষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ব্যাংকের আর্থিক খাতের অনিয়ম নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন দেশের সর্বোচ্চ আদালত। ঋণ খেলাপিদের বিশেষ সুবিধা দিয়ে বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনের বিষয়ে শুনানিতে আদালত এ ক্ষোভ প্রকাশ করেন।

আপিল বিভাগ আদেশে বলেন, বাংলাদেশ ব্যাংক ঋণ খেলাপিদের বিশেষ সুবিধা দিতে পারবে, তবে তাদের পুনরায় ঋণ দেয়া যাবে না। তবে এ আদেশে খেলাপি ঋণ আদায় পরিস্থিতির তেমন কোনো উন্নতি হবে না বলে মনে করেন অর্থনীতিবিদরা।

মোট ঋণের দুই শতাংশ এককালীন জমা দিয়ে একজন ঋণখেলাপী ১০ বছরের জন্য ঋণ পুনঃতফসিলের সুযোগ পাবেন, গত ১৬ মে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংক। একে ‘দুধ কলা দিলে সাপ’ পোষার মতো মন্তব্য করে প্রজ্ঞাপনটি স্থগিত করেছিলে হাইকোর্ট।

এ আদেশের বিরুদ্ধে অর্থমন্ত্রণালয় আপিল করলে হাইকোর্টের আদেশ স্থগিত করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তবে যে খেলাপিরা বিশেষ সুবিধা পাবেন তাদের আর ঋণ দেয়া যাবেনা।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, 'এই সার্কুলারটা এখন কার্যকরী থাকবে। কিন্তু আপিল বিভাগ একটি আদেশ দিয়েছেন সেটি হলো এই ২ শতাংশ সুদের যারা সুবিধা নেবেন তারা আর লোন নিতে পারবেন না।'

খেলাপী ঋণ আদায় কেন্দ্রীয় ব্যাংক বিশেষ সুবিধা দিলেও অর্থনীতিবিদ এম এম আকাশ বলছেন, এতে পরিস্থিতির তেমন উন্নতি হবে না।

এ বছরের অক্টোবর পর্যন্ত দেশের ব্যাংকখাতের হিসাবের খাতা থেকে বাদ বা অবলোপন করা হয়েছে প্রায় ৫০ হাজার কোটি টাকার খেলাপী ঋণ । এরবাইরেও বর্তমানে ব্যাংকখাতে খেলাপী ঋণের পরিমাণ ১ লাখ কোটি টাকার বেশি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ