মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭

শিরোনাম :
বিএনপি নেতার মৃত্যুতে সেনাবাহিনীর সংবাদ বিজ্ঞপ্তি মজুদকারীদের উদ্দেশে মাওলানা আজহারীর কড়া বার্তা পবিত্র রমজান মাসের সম্ভাব্য তারিখ ১৮ ফেব্রুয়ারি তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিলো আবহাওয়া অফিস শায়খ আহমাদুল্লাহর পরামর্শে প্রবাসীদের জন্য সুদমুক্ত ঋণ চালু করছে সরকার বাংলাদেশি আলেমের হাতে অন্তিম মুহূর্তে হাসপাতালে কোরিয়ান বৃদ্ধের ইসলাম গ্রহণ নির্বাচন ও গণভোটের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারণ হবে: প্রধান উপদেষ্টা সরকারবিরোধী আন্দোলনে গ্রেপ্তার বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করতে যাচ্ছে ইরান মোবাইল ক্রেতাদের জন্য বড় সুখবর দিলো সরকার জাপা প্রার্থীদের মনোনয়ন বাতিলের দাবিতে ইসি অভিমুখে জুলাই ঐক্য

তরুণ প্রজন্মের ভবিষ্যত অনিশ্চয়তার মুখে: আল্লামা বাবুনগরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইশতিয়াক সিদ্দিকী
হাটহাজারী প্রতিনিধি

হেফাজত ইসলাম বাংলাদেশের মহাসচিব ও হাটহাজারী মাদরাসার সহযোগী পরিচালক শাইখুল হাদীস আল্লামা জুনাইদ বাবুনগরী বলেছেন, সন্ত্রাস, খুন-ধর্ষণ ও মাদকের কারণে তরুণ প্রজন্মের ভবিষ্যত অনিশ্চয়তার মুখে পড়েছে। তরুণদেরকেই এর প্রতিকার করতে হবে। কারণ সমাজ পরিবর্তনের মৌলিক শক্তি আমাদের তরুণ সমাজ।

গতকাল ১৮ জুন (মঙ্গলবার) বাদ আসর হাটহাজারী থেকে প্রকাশিত সাহিত্য সাময়িকী প্রবচনের বিশেষ আয়োজন 'আল্লামা আহমদ শফী সংখ্যা'র সৌজন্যে কপি তার হাতে তুলে দিলে উপস্থিত তরুণ লেখকদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

আল্লামা জুনাইদ বাবুনগরী বলেন, সকল প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে এবং সাহিত্যের সকল নোংরামি ও আপত্তিকর লেখালেখির বিরুদ্ধে সুস্থ সাহিত্য সমাজের সকল স্তরে ছড়িয়ে দিতে হবে।

তিনি বলেন, সাহিত্যচর্চায় তরুণদের অংশগ্রহণ আরো বাড়াতে হবে। কলম হাতে এগিয়ে আসতে হবে। সকল বাতিল ও ধর্মবিদ্বেষী লেখক, ব্লগারদের মোকাবেলায় তরুণদের অগ্রণী ভুমিকা রাখতে হবে।

[caption id="" align="alignnone" width="960"] আল্লামা জুনাইদ বাবানগরীর হাতে সাহিত্য সাময়িকী ’প্রবচন’ তুলে দিচ্ছেন একদল সাহিত্যপ্রেমী।[/caption]

সর্বশেষ তিনি প্রবচনের সফলতা এবং ধারাবাহিকতা কামনা করে প্রবচনের সঙ্গে থাকার আশ্বাস প্রদান করেন।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন, প্রবচন সম্পাদক কাজী হামদুল্লাহ, সহকারী সম্পাদক এমদাদুল্লাহ, ইনআমুল হক ফারুকী, রাশিদুল ইসলাম, ইনসাফ হাটহাজারী প্রতিনিধি জুনাইদ আহমদ, একুশে জার্নাল হাটহাজারী প্রতিনিধি হাবীব আনওয়ার ও রাহাতুল ইসলাম প্রমুখ।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ