মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭


২ কোটি টাকার বিল বকেয়া, নোটিশ পেয়েও বেখবর পৌর কর্তৃপক্ষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঝিনাইদহের মহেশপুর পৌরসভার এক কোটি ৯৩ লাখ টাকা বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। এ বকেয়া পরিশোধ না করলে সংযোগ বিচ্ছিন্ন করা হবে জানিয়ে পৌর মেয়রকে নোটিশ দিয়েছেন ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) কর্তৃপক্ষ।

মহেশপুরের ভারপ্রাপ্ত আবাসিক প্রকৌশলী অমল কুমার পোর্দ্দার জানান, ২০০৬ থেকে ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত মহেশপুর পৌরসভার ১ কোটি ৯৩ লাখ টাকা বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। একাধিকবার নোটিশ দেওয়া হলেও আমলে নিচ্ছেন না পৌর কর্তৃপক্ষ।

তিনি আরও বলেন, ৯ জুন পৌর মেয়র আব্দুর রশিদ খাঁন বরাবর একাটি চূড়ান্ত নোটিশ প্রদান করা হয়েছে। এতে বলা হয়েছে আগামী ২০ জুনের মধ্যে বকেয়া বিল পরিশোধ করতে হবে। নয়তো ২১ জুন থেকে মহেশপুর পৌরসভার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ