মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭


বরগুনায় স্কুলছাত্রীর আত্মহত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বরগুনার বেতাগীতে তনু আক্তার (১৪) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। এখনও আত্মহত্যার কারণ জানা যায়নি।

বৃহস্পতিবার সন্ধ্যায় ঘরের কাঠের (আড়ার) সঙ্গে গলার ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করে।

জানা যায়, তনু আক্তার বেতাগী গার্লস স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল। সে উপজেলার বুড়ামজুমদার ইউনিয়নের পূর্ব কাউনিয়া গ্রামের বাসিন্দা আব্দুল কুদ্দুসের মেয়ে।লেখাপড়ার জন্য গত এক বছর ধরে মায়ের সঙ্গে বেতাগী বাসস্ট্যান্ডসংলগ্ন আব্দুল রশিদ মাস্টারের বাসায় ভাড়া থাকত তনু।

বেতাগী গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মুহা. রফিকুল আমিন জানান, ঘটনার দিন বিদ্যালয় সরকারি নীতি মোতাবেক বন্ধ ছিল। আর তাই এটি সর্ম্পূণভাবে পারিবারিক বা অন্য কোনো কারণ হতে পারে বলে ধারণা।

বেতাগী থানার ওসি মুহা. কামরুজ্জামান মিয়া বলেন, আত্মহত্যার কারণ জানতে তদন্ত চলছে। এ ব্যাপারে ইউডি মামলার প্রস্তুতি চলছে। লাশ ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে প্রেরণ করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ