আওয়ার ইসলাম: ৩৭০ ধারার মাধ্যমে কাশ্মিরকে বিশেষ মর্যাদা দিয়েছে ভারতীয় সংবিধান। এবার সেই মর্যাদা যত শিগগিরই সম্ভব বাতিল করবেন বলে জানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি রবীন্দ্র রায়না। বিজেপির জয়ের তিন দিনের মাথায় তিনি একথা বলেন।
রবীন্দ্র রায়না বলেন,“৩৫ এ ধারা একটি সাংবিধানিক ভুল এবং ৩৭০ ধারা ঘৃণার দেওয়াল তৈরি করেছে। যত তাড়াতারি সম্ভব এই দু’টি সাংবিধানিক ধারা বাতিল করা দরকার।’
তিনি আরও বলেন, “এই দুই সাংবিধানিক ধারা জম্মু এবং লাদাখের মানুষের প্রতি অবিচার করেছে। বিজেপি বহুদিন আগে থেকেই এই ধারা তুলে নেওয়ার জন্য লড়াই করেছে।”
রবীন্দ্র রায়না বলেন, “৩৭০ ধারা কখনই স্থায়ী ধারা হিসেবে আনা হয়নি। মেয়াদ বারবার বাড়িয়ে দেওয়ায় এখনও রয়ে গিয়েছে এই ধারা। আজকে দাঁড়িয়েও একে সংবিধানের সাময়িক সংস্থান হিসেবেই ধরা হয়।”
তার দাবি,“উপত্যকার গরিব মানুষকে লুঠ করে শ’খানেক রাজনৈতিক পরিবারের সুবিধা করে দেওয়া এবং অঞ্চলে বিচ্ছিন্নতাবাদ এবং সন্ত্রাসবাদে প্রশ্রয় দিয়েছে ৩৭০ ধারা।”
কেপি