শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭


জাপানে আততায়ীর হামলায় নিহত ২, আহত ১৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রকাশ্য দিবালোকে রাস্তায় এলোপাথাড়ি ছুরি নিয়ে হামলা চালাচ্ছে এক ব্যক্তি। পুরুষ, মহিলা থেকে স্কুলের শিশু, তার নিশানা থেকে বাদ যাচ্ছে না কেউই।

মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটেছে টোকিওর দক্ষিণে কাওয়াসাকি শহরে। পুলিশের কথায়, এখনও পর্যন্ত দুইজনের মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রযেছে। গুরুতর জখম ১৭ জন। আততায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় সংবাদমাধ্যমের খবর, এই হামলায় মৃতদের মধ্যে আততায়ী নিজেও রয়েছে। তবে নিজেকে মারার আগে একটি স্কুলছাত্রীকে মারে সে।

উল্লেখ্য, জাপানে অপরাধের ঘটনা খুবই কম ঘটে। সেই দেশে এই ধরনের হামলায় হতচকিত সবাই। এই মুহূর্তে জাপান সফরে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিহত ওই ছাত্রী এবং আহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

কীভাবে এই হামলা চালানো হয়, সেই ব্যাপারে এখনও নিশ্চিত করে কিছু জানা যায়নি। অনেকে জানাচ্ছেন, একটি পার্কে এই হামলা চালানো হয়, যদিও আরও এক অংশের দাবি, বাসস্টপ লাগোয়া জায়গায় এই ঘটনা ঘটেছে।

উল্লেখ্য, ২০১৬ সালেও এই ধরনের ঘটনা ঘটেছিল জাপানে। সে বার আততায়ীর ছুরি-হামলায় নিহত হয়েছিলেন ১৯ জন।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ