মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫ ।। ৭ আশ্বিন ১৪৩২ ।। ১ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
জাতীয় নির্বাচন জুলাই সনদের আইনি ভিত্তিতেই হতে হবে : মাওলানা আবদুল হালিম  আমাদের লক্ষ্য দেশকে কল্যাণ রাষ্ট্রে রূপান্তর করা: পীর সাহেব চরমোনাই আমরা কুমিল্লা বিভাগ প্রতিষ্ঠা করব : খোন্দকার মোশাররফ পেছাল রাকসু নির্বাচন, নতুন তারিখ ১৬ অক্টোবর ফের গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা ফরিদপুরের ভাঙ্গায় পরিত্যক্ত ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার ভোলার বোরহানউদ্দিনে সিরাত মাহফিল অনুষ্ঠিত  সংস্কার ও বিচার নিশ্চিত হলে আগামীকালই নির্বাচন দেন : পীর সাহেব চরমোনাই ‘চরমোনাই পীরকে নিয়ে বিরূপ মন্তব্য, প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এ্যানীকে’ উত্তরখানে ইত্তেহাদুল উলামার কাউন্সিল, নতুন নেতৃত্বের অভিষেক

'খোদাভীতি অর্জনের মাধ্যমে দুর্নীতি নির্মূল করতে হবে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, সাম্প্রতিক সময় রূপপুর পারমানবিক কেন্দ্রসহ যে সকল ভয়াবহ দুর্নীতির চিত্র জাতির সামনে উঠে এসেছে, তাতে আমাদেরকে দেশের ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবিয়ে তুলেছে।

এসকল ভয়াবহ দুর্নীতির কারণ হলো আল্লাহর ভয় অন্তরে না থাকা। আর পবিত্র রমজান মানুষের অন্তরে আল্লাহর ভয় তৈরি করে। রমজানের শিক্ষাকে কাজে লাগাতে পারলে সমাজ থেকে সকল অশান্তি দূর করা সম্ভব।

গতকাল বুধবার পুরানা পল্টনস্থ আই এ বি মিলনায়তনে কেন্দ্রীয় সভাপতি কে এম আতিকুর রহমান-এর সভাপতিত্বে ইসলামী যুব আন্দোলন আয়োজিত ‘আদর্শ যুবক তৈরিতে সিয়ামের ভূমিকা’ শীর্ষক আলোচনাসভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

পীর সাহেব চরমোনাই বলেন, কৃষি প্রধান বাংলাদেশের প্রধান খাদ্য শষ্য ধানের ন্যায্যমূল্য না থাকায় কৃষকরা আজ হতাশায় নিজের ধান আগুনে পুড়িয়ে ফেলছে। সঠিক মূল্য নির্ধারণ না করলে কৃষকরা অনুৎসাহিত হলে দেশের কৃষিব্যবস্থা ধ্বংস হয়ে যাবে এবং আমাদের দেশ পর নির্ভরশীল হয়ে পরবে। তাই খুব দ্রুত ন্যায্যমূল্য নির্ধারণ করে দালালদের দৌরাত্ব কমিয়ে সরকারিভাবে সরাসরি কৃষকদের থেকে ধান ক্রয় করার ব্যবস্থা গ্রহণ করতে হবে।

তিনি আরও বলেন, যুব সমাজ আজ খুন, ধর্ষণ, মাদকসহ বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়ে ধ্বংসের দ্বারপ্রান্তে চলে যাচ্ছে, এভাবে একটি সমাজ, রাষ্ট্র চলতে পারে না। তাই এসব পথহারা যুবকদেরকে সত্যের সন্ধান দেয়ার দায়িত্ব ইসলামী যুব আন্দোলনকে নিতে হবে।

আলোচনাসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলনের প্রেসিডিয়িাম সদস্য পিন্সিপাল সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানি, মহাসচিব অধ্যক্ষ হফেজ মাওলানা ইউনুছ আহমাদ, যুগ্ম মহাসচিব অধ্যাপক হফেজ মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, সহকারি মহাসচিব আলহাজ¦ আমিনুল ইসলাম।

ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, ঢাকা মহানগর উত্তর সভাপতি মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি আলহাজ¦ মুহাম্মদ আব্দুর রহমান, ইশা ছাত্র আন্দোলন কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলুল করীম মারুফ প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ