আবদুল্লাহ তামিম> মিশরের সরকারী আওকাফ মন্ত্রণালয় সম্প্রতি ঘোষণা করেছে, এ বছর পবিত্র রমজান মাসে ৩০০টি মসজিদ উদ্বোধন করা হবে।
মিশরের সরকারী গণমাধ্যম আরএসএফ এক বরাতে জানা যায়, দেশটির আওকাফ মন্ত্রী মোহাম্মদ মোখতার জুমা মঙ্গলবার বিকালে তার জন্মস্থান হরিয়াত রজনহ গ্রামে আহমাদ আরাবি নামক একটি বৃহৎ মসজিদ উদ্বোধন করেছেন। মসজিদ উদ্বোধনী অনুষ্ঠানে আল-শারকিয়াহ প্রদেশের গভর্নরের উপদেষ্টা সায়িদ আব্দুল মায়তী ও এন্ডোভমেন্টস মন্ত্রণালয়ের ডেপুটি মন্ত্রী শেইখ জাকারিয়া আল-খতিব উপস্থিত ছিলেন সে মসজিদে।
মসজিদ নির্মাণ কমিটির সদস্য শাইখ মুহাম্মাদ আল আওজা বলেন, আহমাদ আরাবি মসজিদটি ১২০০ বর্গমিটার জমির উপর করা হয়েছে। মসজিদটি নির্মাণের জন্য ১৫ মিলিয়ন মিশরীয় পাউন্ড ব্যয় হয়েছে।
মিশরের আওকাফ মন্ত্রী ঘোষণা করেছেন, এক সপ্তাহে ৩০০টি মসজিদ উদ্বোধন করা হবে। হয়ত পৃথিবীর কোথাও এত অল্প সময়ে এত সংখ্যক মসজিদ উদ্বোধন হয়নি। তিনি বলেন এটা মিশরের মত একটি দেশর জন্য গৌরবের বিষয়। সূত্র: আসরে হাজেরি
-এটি