আওয়ার ইসলাম: বঙ্গোপসাগরে সৃষ্ট প্রলয়ঙ্কারী ঘর্ণিঝড় ফণী’র তাণ্ডবে ভারতের ওড়িশ্যা রাজ্যের ভুবনেশ্বরের বিজু পট্টনায়ক আন্তর্জাতিক বিমানবন্দর লণ্ডভণ্ড হয়ে গেছে। ঝড়ের দাপটে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বিমানবন্দরের যন্ত্রপাতির।
ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, গতকাল শুক্রবার সকালে ঘূর্ণিঝড়টি ভুবেনশ্বর বিমনবন্দর এলাকায় আঘাত হানে। তবে ১১টা থেকে সোয়া ১১টা নাগাদ সবচেয়ে বেশি দাপট ছিলো ফণী’র।
এ ঝড়ে বিমানবন্দরে প্রবেশের রাস্তায় হোর্ডিং-সহ বেশকিছু কাঠামো ভেঙে পড়ে। যাত্রী ছাউনির গেটের সামনে গাছ পড়ে রাস্তা আটকে যায়। পরে সেগুলো সয়ংক্রিয় লাডারের সাহায্যে সরিয়ে ফেলা হয়।
ঝড়ের তাণ্ডবে বিমানবন্দরের কয়েকটি ঘরের ছাদ ভেঙে পড়ে এবং ভবনের ভিতরেও একাধিক জায়গা ভেঙে গেছে। এর আগে ঘর্ণিঝড় ‘ফণী’র কারণে শুক্রবার ভুবনেশ্বর থেকে ৩৯টি ফ্লাইট বাতিল করা হয়। সবকিছু ঠিক থাকলে শনিবার দুপুরে বিমানবন্দরটি চালু হওয়ার কথা রয়েছে।
ভুবনেশ্বর বিমানবন্দর কর্তৃপক্ষ এক টুইটে জানায়, পরিস্থিতি স্বাভাবিক হলে শনিবার বিকেলের মধ্যে বিমানের সেবা পুনরায় চালু করা হবে। বিমানবন্দরের ক্ষতিগ্রস্ত অংশের পুনর্গঠনের কাজ চলছে বলেও জানানো হয় টুইটে।
-এটি