শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ২ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭


আফগানিস্তানে সেনা অভিযানে নিহত ৪২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফগানিস্তানের পূর্ব গজনি প্রদেশে সেনা অভিযানে তালিবানের তিনজন স্থানীয় কমান্ডারসহ ৪২ জঙ্গি নিহত হয়েছে। আফগান বাহিনী ও বিদেশি জোটের সম্মিলিত যৌথ বাহিনী এ হামলা চালায় বলে কর্মকর্তা নিশ্চিত করেছেন।

আজ বুধবার আফগানিস্তানের যৌথ বাহিনী ও জোটের বাহিনীর পরিচালিত দল স্থল এবং বিমান অপারেশন চালায়। যাতে গিরো, আন্ডার প্রদেশের দেয়াকান্ড আব ব্যান্ড জেলায় ৪২ জনের প্রাণহানি ও ৬ জন আহত হয় বলে প্রাদেশিক গভর্নরের মুখপাত্র আরেফ নূরী 'জিনহুয়া'কে বলেন।

ওবায়দা, শুয়িব ও ওমারী নামের তিন স্থানীয় কমান্ডার নিহত হয়েছেন বলে জানিয়েছেন মুখপাত্র। সূত্র জানায়, হামলার সময় বিদ্রোহীদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদের পাশাপাশি দুটি গাড়ি ও দুটি মোটরসাইকেল আটক করা হয়েছে। এ বিষয়ে তালিবানের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ