রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
‘নীলনদের পানি যেমন নীল নয়, তেমনি জামায়াতেও ইসলাম নেই’ কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল, সম্পাদক মাজহারুল ইসলামি শক্তির মধ্যে অনৈক্য সৃষ্টিকারী বক্তব্য থেকে বিরত থাকা উচিত গণঅধিকার পরিষদ ও এনসিপির একীভূত হওয়ার আলোচনা, নেতৃত্ব নিয়ে জটিলতা পিআর সিস্টেমের নির্বাচন নিরাপদ নির্বাচন, আদর্শের নির্বাচন: শায়খে চরমোনাই মসজিদ নিয়ে দ্বন্দ্ব, সড়কে জুমা আদায় হেফাজতের চার রাহবার সিরাতে মুস্তাকিমের পথ প্রদর্শক ছিলেন: হেফাজত আমির শ্রীমঙ্গলে খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) সম্মেলন ‘পেশীশক্তি ও কালো টাকার দৌরাত্ম বন্ধে পিআর পদ্ধতির বিকল্প নেই’ ডাকসু-জাকসুর প্রভাব জাতীয় নির্বাচনেও পড়বে, আশা জামায়াত আমিরের

বারানসিতে প্রিয়াঙ্কা মোদির শক্ত প্রতিদ্বন্দ্বী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের বারানসিতে প্রিয়াঙ্কা গান্ধী নরেন্দ্র মোদির বিরুদ্ধে লড়তে পারেন। ইতোমধ্যে কংগ্রেসের উত্তর প্রদেশে সহকারী সভাপতির দায়িত্ব পালন করতে গিয়ে প্রচারণায় নিজেই বারানসি থেকে নির্বাচন করার ইচ্ছা প্রকাশ করেছেন প্রিয়াঙ্কা।

এ বিষয়ে প্রিয়াঙ্কার স্বামী রবার্ট ওয়াদরা বুধবার ( ১৭ এপ্রিল) সাংবাদিকদের জানান, বারানসি আসনে প্রিয়াঙ্কা গান্ধী নরেন্দ্র মোদির জন্য অবশ্যই একজন শক্তিশালী প্রতিদ্বন্দ্বী। প্রিয়াঙ্কা গান্ধী একজন কঠোর পরিশ্রমী ব্যক্তি। তার ও রাহুল গান্ধীর মধ্যে মানুষ পরিবর্তনের নেতৃত্ব দেখছে।

তবে নির্বাচনে মোদির বিরুদ্ধে লড়ার চূড়ান্ত সিদ্ধান্ত কংগ্রেসের হাইকমান্ড নেবে। ১৯ মে নির্বাচনে শেষ ও সপ্তম ধাপে বারানসিতে ভোট!

এর আগে প্রচারণায় গিয়ে উত্তর প্রদেশের কংগ্রেসের কর্মীরা প্রিয়াঙ্কাকে প্রতিদ্বন্দ্বিতা করার আহ্বান জানান। তাকে বারানসি থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে কিনা এমন প্রশ্নে তখন তিনি বলেছিলেন, বারানসি থেকে নির্বাচনে দাঁড়ালে কেমন হয়?

এ বিষয়ে কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী বলেছিলেন, প্রিয়াঙ্কা যদি সম্মত হন তবে বিবেচনা করা যেতে পারে।

২০১৪ সালের নির্বাচনে মোদি বারানসিতে ৫ লাখেরও বেশি ভোট পেয়ে নির্বাচিত হন। তার অন্যতম প্রতিদ্বন্দ্বী অরবিন্দ কেজরিওয়াল ২ লাখের কিছু বেশি ভোট পেয়ে পরাজিত হন। আর কংগ্রেস প্রার্থী পৌনে এক লাখের মত ভোট পেয়েছিলেন।

তবে উত্তরপ্রদেশে কংগ্রেসের তরুণ নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর হঠাৎ আগমন নির্বাচনী হিসেব-নিকেশ অনেকটাই পাল্টে দিতে পারে বলে ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কারণ প্রিয়াঙ্কা রাজনীতিতে নতুন নয়। আর কংগ্রেস থেকে তাকে উত্তরপ্রদেশের পূর্বাঞ্চলের দায়িত্ব দেয়া হয়েছে। আর দায়িত্ব পেয়ে তিনি সরাসরি মোদির বিরুদ্ধে যুদ্ধে নেমেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ