শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ২ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭


কাশ্মীর সমস্যার সমাধানে মোদীকে ফের ক্ষমতায় চান ইমরান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লোকসভা ভোটে জিতে নরেন্দ্র মোদী পুনরায় প্রধানমন্ত্রী হলে ভারত-পাকিস্তান শান্তি আলোচনার সম্ভাবনা বাড়বে বলে জানালেন পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খান।

সংবাদসংস্থা রয়টার্সকে দেওয়া একটি এক্সক্লুসিভ সাক্ষাৎকারে ইমরান খান বলেছেন, “ভারতে পরবর্তী সরকার যদি কংগ্রেসের নেতৃত্বে গঠিত হয় তাহলে সেই সরকার ইসলামাবাদের সঙ্গে শান্তি আলোচনা এগোনোর প্রশ্নে সর্বদাই শঙ্কিত থাকবে। তাদের মনে এই কারণেই আশঙ্কা থাকবে যে, চরম ডানপন্থীরা এতে পাল্টা ছিঃ ছিঃ করে উঠতে পারে। তাই একমাত্র যদি উগ্র ডানপন্থীদের নেতৃত্বে কোনও সরকার গঠিত হয়, তবেই দ্বিপাক্ষিক আলোচনার সুযোগ তৈরি হবে, যার মাধ্যমে কাশ্মীর সমস্যার সমাধানের পথ বেরোতে পারে।”

যদিও সাক্ষাৎকারে ভারতে বর্তমান সরকার তথা পরিস্থিতির সমালোচনা করেছেন পাকিস্তানি প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘ভারতে মুসলিমদের বিরুদ্ধে যে ধরনের আক্রমণ ও অত্যাচার চলছে তা কখনও ভাবতেই পারিনি। গোটা দেশ, বিশেষ করে কাশ্মীরের মুসলিমরা সমাজ একপ্রকার একঘরে হয়েছে রয়েছে।’

তার কথায়, ‘বহু বছর আগেও ভারতে যে মুসলিমদের হাসিখুশি দেখেছি, হিন্দু জাতীয়তাবাদীদের দাপটে তারাও এখন চাপে রয়েছে। আসলে মোদী ও ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মধ্যে কোনও ফারাক নেই। দুই জনের ভোট রাজনীতিই ভয়ের পরিবেশ তৈরি ও জাতীয়তাবাদ-নির্ভর।’

চলতি সপ্তাহেই নিজেদের ইশতেহার প্রকাশ করেছে বিজেপি। তাতে জম্মু ও কাশ্মীরের জন্য বিশেষ মর্যাদা প্রত্যাহারের কথা উল্লেখ করা হয়েছে। সেই প্রসঙ্গ তুলে ইমরান সাক্ষাৎকারে বলেন, ‘কাশ্মীরে জমি ও বাড়ি কেনা বাইরের লোকেদের জন্য খুলে দেওয়া হবে, শুনছি। হতে পারে এটাও ভোটের জন্যই বলা হচ্ছে।’

ইমরান আরও বলেন, পাকিস্তানের মাটিতে সন্ত্রাসবাদী কার্যকলাপ বন্ধ করতে তার সরকার বদ্ধপরিকর। এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া শুরু করেছে ইসলামাবাদ। পাকিস্তানি সেনাবাহিনীও এ প্রশ্নে সরকারের সঙ্গে রয়েছে।

তিনি বলেন, ‘পাকিস্তানের মাটি থেকে ভারত-বিরোধী সন্ত্রাস বন্ধ করতেও তিনি কাজ করছেন। কারণ তা কাশ্মীরের মানুষেরও স্বার্থ এবং নিরাপত্তার ক্ষেত্রে সঙ্কট তৈরি করছে। কাশ্মীরে সন্ত্রাসবাদী কার্যকলাপ হলে, ভারতীয় সেনা তার জবাব দেয়। তাতে আখেরে ক্ষতি হচ্ছে নিরীহ কাশ্মীরিদের।’

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ