শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬ ।। ২ মাঘ ১৪৩২ ।। ২৭ রজব ১৪৪৭


আফগানিস্তানে আকস্মিক বন্যায় ৩২ জন নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে আকস্মিক বন্যায় অন্তত ৩২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।

দেশটির উত্তরাঞ্চলীয় ফারইয়াব প্রদেশে ১২ জন এবং পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে ১০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া অন্যান্য জায়গায় আরও ১০জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।

বন্যায় সাতটি প্রদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ফারইয়াব, বাগদিস ও হেরাত প্রদেশ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্তত ৩ হাজার বাড়িঘর ধ্বংস হয়েছে।

হেরাত প্রদেশের মুখপাত্র জিলানি ফরহাদ জানিয়েছেন, আকস্মিক বন্যায়, ঐতিহাসিক নিদর্শনসহ, হাজার হাজার একর জমি, সেতু ও সড়কের ক্ষতি হয়েছে।

বন্যার কারণে জরুরি বিভাগের কর্মীদের মোতায়েন করা হয়েছে। তবে দুর্বল অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থার কারণে প্রত্যন্ত এলাকায় ত্রাণ পৌঁছাতে দেরি হচ্ছে বলে জানান ওই মুখপাত্র।

সূত্র: বিবিসি

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ