শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬ ।। ২ মাঘ ১৪৩২ ।। ২৭ রজব ১৪৪৭


অপহরণকারীদের থেকে মুক্তি পেয়েছেন নাইজেরিয়ার প্রধান ক্বারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসমাঈল আযহার:  নাইজেরিয়ার কাটসিনা প্রদেশে থেকে সে দেশর বিখ্যাত ক্বারি শেইখ আহমাদ সুলাইমানকে দুর্বৃত্তরা দুই সপ্তাহ পূর্বে অপহরণ করেছিল। অবশেষে সেদেশের প্রসিদ্ধ এই ক্বারিকে অপহরণকারীদের হাত থেকে উদ্ধার করা হয়েছে।

কাটসিনা প্রদেশের সিনিয়ার সামরিক কমান্ডার বুধবার (২৭শে মার্চ) এক সংবাদ সম্মেলনে বলেছেন, অপহরণকারীদের হাত থেকে ক্বারি শেইখ আহমাদ সুলাইমান এবং তার পাঁচ সহযোগীকে উদ্ধার করা হয়েছে।

শাইখ আহমাদ সুলাইমান নাইজেরিয়ার  প্রসিদ্ধ ও শীর্ষস্থানীয় একজন ক্বারি। তিনি বিভিন্ন সময়ে কুরআন প্রতিযোগিতায় ও মাহফিলে কুরআন তিলাওয়াত করেন।

নাইজেরিয়ার কানো প্রদেশের নিবাসী ক্বারি শাইখ আহমাদ সুলাইমান সহকারে তার সাথে থাকা অপর ৫ জনকে ১৪শে মার্চ দুর্বৃত্তরা অপহরণ করেছিল।

তিনি একটি কুরআন মাহফিলে অংশগ্রহণ করার জন্য সেদেশের কাবী প্রদেশে গিয়েছিলেন। মাহফিল শেষে নিজ শহরের ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

নাইজেরিয়ান সেনাবাহিনীর প্রধানের নির্দেশে অপহরণকারীদের হাত থেকে এসকল ব্যক্তিদের মুক্ত করা হয়েছে বলে দেশীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন ব্রিগেডিয়ার লোকমান ওমুননি।

তিনি বলেন, অপহরণকারীদের হাত থেকে মুক্ত পাওয়ার পর মেডিকেল পরীক্ষা করা হয়েছে এবং বর্তমানে তারা সম্পূর্ণরূপে সুস্থ রয়েছেন।

আইএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ