আওয়ার ইসলাম: আল কায়েদা নেতা শহীদ ওসামা বিন লাদেনের ছেলে হামজা বিন লাদেনের নাগরিকত্ব বাতিল করেছে সৌদি আরব। শুক্রবার এক প্রজ্ঞাপনে লাদেনপুত্রের নাগরিকত্ব বাতিল করে ফরমান জারি করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সৌদি আরবের সরকারি পত্রিকা ‘উম আল কারা’-তে ফরমানটি প্রকাশ করা হয়েছে।
এদিকে,লাদেনপুত্র হামজার অবস্থান বা পরিচয় সম্পর্কিত তথ্য জানতে ১০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার এ ঘোষণা দিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ঘোষণার পরপরই সৌদি সরকার তার নাগরিকত্ব বাতিলের ঘোষণা দেয়।
প্রসঙ্গত, বর্তমানে হামজা বিন লাদেনের বয়স ৩০ বছর বলে ধারণা করা হচ্ছে। দু’বছর আগে আনুষ্ঠানিকভাবে তাকে আন্তর্জাতিক সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করে যুক্তরাষ্ট্র।
২০০১ সালে ছিনতাই করে যে চারটি বাণিজ্যিক বিমান দিয়ে টুইট টাওয়ারে হামলা চালানো হয়েছিল তার মধ্যে একটি ছিনতাই করেছিলেন মোহাম্মদ আত্তা। হামজা বিন লাদেন মোহাম্মদ আত্তার মেয়েকে বিয়ে করেছে বলে জানিয়ে মার্কিন পররাষ্ট্র দফতর।
আরএম/