রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :

‘উচ্চবর্ণ কোটা নিয়ে চ্যালেঞ্জের মুখে মোদি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নরেন্দ্র মোদি সরকারের পাস করা উচ্চবর্ণের জন্য ১০ শতাংশ সংরক্ষণ বিলের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

এ নিয়ে মোদি সরকার চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে। রাষ্ট্রপতির সইয়ের আগে সংসদে পাস হওয়া এ বিল নিয়ে মামলা করা হলো।

বৃহস্পতিবার (১০ জানুয়ারি) ‘ইয়ুথ ফর কোয়ালিটি’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন জনস্বার্থে মামলাটি দায়ের করে।

সংবিধানের অন্তত দুইটি ‘মূলনীতির’ লঙ্ঘন ও শীর্ষ আদালতের একটি রায়ের পরিপন্থী জানিয়ে ওই মামলাটি করে স্বেচ্ছাসেবী সংগঠন।

গত মঙ্গলবার (৮ জানুয়ারি) লোকসভা এবং বুধবার (৯ জানুয়ারি) রাজ্যসভায় ওই বিল পাস হয়। আর পরের দিনই তাকে চ্যালেঞ্জ করে সুপ্রিমকোর্টে জনস্বার্থে মামলা দায় করে ইয়ুথ ফর কোয়ালিটি।

সংগঠনের আইনজীবী জানিয়েছেন, সংরক্ষণের জন্য শুধু আর্থিক অবস্থা একমাত্র মাপকাঠি হতে পারে না। ভারতীয় সংবিধানেও সে কথা উল্লেখ করা হয়েছে। আবার শীর্ষ আদালত অন্য একটি মামলায় রায় দেয়, সব শ্রেণি মিলিয়ে মোট সংরক্ষণ ৫০ শতাংশের বেশি হবে না। নতুন সংরক্ষণ বিল এই দুই রায়েরই বিরোধী।

ভোটের আগে এ বিল উদ্দেশ্যপ্রণোদিত বলে সংসদে হট্টগোলও করে বিরোধীরা।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ