বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বিএনপি-জামায়াতের বাইরে নতুন রাজনৈতিক জোটের উদ্যোগ এনসিপির  মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে আবারও পুরস্কার ঘোষণা বিশাল স্বর্ণ ভান্ডার মিলল পাকিস্তানে একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে সরকারকে ন্যাপের আহ্বান জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন সম্ভব নয়: কামাল হোসেন ঘূর্ণিঝড় টাইফুন কালমেগি আঘাত, নিহত বেড়ে ১০০, নিখোঁজ ২৬

মসজিদে নববিতে হারিয়ে যাওয়া শিশুটি...

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: সৌদি আরবের মসজিদে নববির ভিতরে স্থাপিত ক্যামেরায় দেখে গেছে এক নিরাপত্তাকর্মী সহানুভূতি ও মমতা দিয়ে একটি শিশুকে কোলে নিয়ে রেখেছে।

ছবিতে দেখা যায় শিশুটি তার বাবা মাকে হারিয়ে ফেলে। নিরাপত্তাকর্মী তার বাবা মাকে খুঁজতে গিয়ে দেখেন তারা ইবাদতে লিপ্ত। তিনি ছেলেটিকে কোলে নিয়ে বাবার নামাজ শেষ হওয়া পর্যন্ত দাঁড়িয়ে অপেক্ষা করছেন।

ছবিটি দ্রুতই স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়। তার প্রসংশায় করে পোস্ট দিতে থাকেন বহু মানুষ।

আল-আরাবিয়ার সঙ্গে আলাপকালে, মসজিদ নববির তথ্য উপদেষ্টা জেনারেল আবদুল্লাহ আল-আসিরি এ বিষয়ে বলেন, আমাদের প্রতিটি নিরাপত্তাকর্মীকেই আদেশ দেয়া আছে বিশেষ করে ছোট শিশুদের খুব যত্ন করে বাবা মামার কাছে পৌঁছে দিতে। তারা সবসময় মানুষের নিরাপত্তা সম্পর্কে সতর্ক থাকে।

আল-আসিরির মতে, মসজিদে নববির বিষয়গুলি দেখার জন্য সাধারণত দুইটি ইউনিট কাজ করে থাকে। প্রথম ইউনিট বাবা মামার সঙ্গে আসা শিশুদের যত্ন সহকারে রক্ষণাবেক্ষণ করা। দ্বিতীয় ইউনিট মানুষের ইবাদতে যেনো বিগ্ন না ঘটে সেদিকে লক্ষ্য রাখার জন্য।

আবার  মধ্যপ্রাচ্যের শিশুদের জন্য একটি লাইব্রেরি রাখা হয়েছে যেখানে মুসল্লিরা তাদের শিশুদের রেখে ইবাদত করতে পারে। নারীদের জন্যও আলাদা বিশ্রামাগার আছে। শিশুদের জন্য সময় ব্যয় করার একটি সুন্দর জায়গাও আছে সেখানে।

মুসল্লিদের জন্য এ ব্যবস্থা করা হয়েছে যাতে তারা তাদের শিশু সন্তানদের ওখানে রেখে স্বস্তির সঙ্গে ইবাদত করতে পারে।

আল-মাসিরি আরো বলেন, মসজিদের নববির প্রাঙ্গনে শিশুদের শান্ত রাখার জন্যও একটি দল কাজ করে যাচ্ছে। যারা শিশুদের গতিবিধি লক্ষ রাখে তাদের কোনো ক্ষতি যেনো না হয়, মুসল্লিদেরও যেনো ইবাদতে বিগ্ন না ঘটে।

সূত্র: আল-আরাবিয়া উর্দূ

বৃহত্তর জাতীয় ঐক্য সৃষ্টিতে লিঁয়াজো কমিটি গঠন
আলেমদের অপপ্রচার বন্ধ করুন; আপনাদের ইতিহাসও আমাদের জানা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ