রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বক্তা আমির হামজার ক্ষমা প্রার্থনা, সতর্ক করল জামায়াত আফগানের পানি ও বিদ্যুৎমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের আলেম প্রতিনিধি দলের সাক্ষাৎ ধর্মীয় অনুশাসনের শিথিলতা পরিবারব্যবস্থা সংকটাপন্ন করে তুলছে: শায়খ আহমাদুল্লাহ বাগরাম বিমানঘাঁটি ফেরত না দিলে খারাপ কিছু ঘটবে, হুমকি ট্রাম্পের আ.লীগকে দল হিসেবে দ্রুত বিচারের আওতায় আনা উচিত : নাহিদ ইসলাম সিলেটে ১ মাস ধরে নিখোঁজ আবিদুল মিয়া সিলেট মহানগরীর ২০নং ওয়ার্ড যুব জমিয়তের আহবায়ক কমিটি গঠন সম্পন্ন পেশীশক্তি ও কালো টাকার দৌরাত্ম বন্ধে পিআর পদ্ধতির প্রয়োজন- আহমদ আবদুল কাইয়ূম জেদ্দায় হজ সম্মেলন ও প্রদর্শনী নভেম্বরে আজ ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে যুক্তরাজ্য

আলো দিল লাঠি!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবু উবাইদুল্লাহ হাম্মাদ: তোমরা কি কখনো শুনেছ, লাঠি আলো দেয়! হাঁ, মূসা আলাইহিস সালামের লাঠির কথা হয়ত শুনেছ- আল্লাহর হুকুমে তা সাপ হয়ে গিয়েছিল। মস্ত বড় সাপ, যা দেখে মূসা আ. নিজেই ভয় পেয়ে গিয়েছিলেন।

আসলে লাঠির তো সাপ হওয়ার কোনো ক্ষমতা নেই। সে আল্লাহর হুকুমের অনুগামী। আল্লাহ সাপ হতে বলেছেন, তাই তা সাপ হয়ে গেছে; আবার লাঠি হয়ে গেছে।

তেমনি একটি ঘটনা আজ তোমাদের শোনাব। লাঠি আলো দেয়ার ঘটনা। তুমি বলতে পারো, লাঠি আবার আলো দেয় নাকি? হাঁ, আল্লাহর হুকুমে লাঠি যেমন সাপে পরিণত হতে পারে তেমনি আলোও দিতে পারে।

আল্লাহ যদি চান তাহলে লাঠি কেন; মাটি, পাথর বা যে কেনো জিনিষ আলো দিতে পারে; তেমনি আল্লাহ চাইলে একটি লাঠিও আলো দিতে পারে।

তো চলো শোনা যাক লাঠি আলো দেয়ার ঘটনা- নবীজীর প্রিয় সাহাবী আনাস রা. বলেন, একবার এক ভীষণ অন্ধকার রাতে উসাইদ ইবনে হুযাইর রা. এবং আব্বাদ ইবনে বিশ্র রা. নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন। যখন তাঁরা কাজ শেষে বাড়ির দিকে রওয়ানা দিলেন, তখন ঘটল আজব এ ঘটনা।

তাঁদের দুজনের একজনের হাতের লাঠি আলো দেয়া শুরু করল। সে আলোতে তাঁরা পথ চলতে লাগলেন। তাঁরা একসাথে চলছিলেন। এক পর্যায়ে আলাদা হয়ে গেলেন এবং নিজ নিজ বাড়ির দিকে রওয়ানা হলেন।

এতক্ষণ একজনের লাঠি থেকে আলো বের হচ্ছিল, কিন্তু যখন তাঁরা আলাদা হয়ে গেলেন তখন উভয়ের লাঠি আলো দিতে লাগল।আল্লাহর কুদরতি সেই আলোতে তাঁরা নিজ নিজ বাড়িতে পৌঁছলেন।

(দ্র. মুসনাদে আহমাদ, হাদীস ১২৯৮০; মুসতাদরাকে হাকেম, হাদীস ৫২৬১)

ব্যবসা এখন আপনার হাতের মুঠোয়। – বিস্তারিত জানু

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ