শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৪ দালাল ধরে গিয়েছিলেন ইরাকে, ময়লার ভাগাড়ে তিন টুকরায় মিলল লাশ দক্ষ কর্মীদের ভিসা ফি ১,৫০০ ডলার থেকে বাড়িয়ে ১ লাখ ডলার করলেন ট্রাম্প নোয়াখালীতে অটোরিকশা উল্টে প্রাণ গেল নারীর ,আহত-৪ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের সভাপতি নাসির উদ্দিন এডভোকেট এর ইন্তেকাল বাংলাদেশ খেলাফত মজলিস কুলঞ্জ ইউনিয়ন শাখা কমিটি গঠন সম্পন্ন ইসলামী ব্যাংকের ডিমিনিশিং মুশারাকার মাধ্যমে বাড়ি ক্রয় করা বৈধ হবে কি? শেষ হলো ইফার পক্ষকালব্যাপী সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠানমালা সুদানে মসজিদে ড্রোন হামলায় প্রাণ গেল ৭৫ জনের

মারকাযুল ফুরকান ফাউন্ডেশনে ২২ জন শিক্ষক/শিক্ষিকা নিয়োগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মারকাযুল ফুরকান আইডিয়াল মাদরাসা ও মারকাযুল ফুরকান আইডিয়াল স্কুল এর জন্য আবশ্যক।

১. ভাইস প্রিন্সিপাল ১ জন, এমএ/কামিল/দাওরায়ে হাদিস।

২. সহ. শিক্ষক/শিক্ষিকা (আরবী) ৪ জন, সংশ্লিষ্ট বিষয়ে দাওরায়ে হাদিস/কামিল।

৩. সহ. শিক্ষক/শিক্ষিকা (গণিত) ৪ জন, বিএসসি (অনার্স), এমএসসি।

৪ সহ. শিক্ষক/শিক্ষিকা (ইংরেজী) ৪ জন, সংশ্লিষ্ট বিষয়ে বিএ (অনার্স), এমএ।

৫. সহ. শিক্ষক/শিক্ষিকা (বাংলা) ৪ জন, সংশ্লিষ্ট বিষয়ে বিএ (অনার্স), এমএ আলোচনা সাপেক্ষে

৬. সহ. শিক্ষক/শিক্ষিকা (স্পোকেন) এ্যারাবিক/ইংলিশ ৪ জন, সংশ্লিষ্ট বিষয়ে বিএ (অনার্স), এমএ।

৭. সহ.শিক্ষক/শিক্ষিকা (কম্পিউটার/আইসিটি) ১ ফাজিল/বিএ/ডিপ্লোমা ইন কম্পিউটার।

৮. দারোয়ান/পিয়ন ২ জন, ৮ম শ্রেণী।

৯. আয়া ২ জন, ৮ম শ্রেণী।

বেতন: আলোচনা সাপেক্ষে বেতন নির্ধারণ করা হবে।

১. প্রার্থীকে অবশ্যই অধূমপায়ী, নামাজি ও ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে।

২. বয়স: যাদের জন্ম ০১-০১-১৯৮০ এর পর তারাই দরখাস্ত করতে পারবেন।

৩. বায়োডাটা ও মোবাইল নাম্বারসহ স্ব-হস্তে লেখা দরখাস্ত দিতে হবে, অসম্পূর্ণ দরখাস্ত বাতিল বলে গণ্য হবে।

৪. দরখাস্তের সাথে যা সংযুক্ত করতে হবে-
ক. পাবলিক পরীক্ষার সার্টিফিকেট সত্যায়িত ফটোকপি।

খ. সদ্য তোলা পাসপোর্ট সাইজ রঙ্গিন ছবি ৪ কপি।

গ. নাগরিক সনদ/জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।

৫. ভাইস প্রিন্সিপাল পদে আবেদনকারীকে উক্ত পদে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

৬. দরখাস্ত আগামী ১৫/১০/২০১৮ ইং তারিখের মধ্যে চেয়ারম্যান, মারকাযুল ফুরকান ফাউন্ডেশন বাংলাদেশ। ৫৫, উত্তর মুগদা, ঝিলপাড়, ঢাকা-১২১৪। বরাবর পৌঁছাতে হবে।

৭. লিখিত পরীক্ষার তারিখ ১৯/১০/২০১৮ ইং সময়: বিকাল ৩ টা।

স্থান: মারকাযুল ফুরকান আইডিয়াল মাদরাসা ৫৫,উত্তর মুগদা, ঝিলপাড়, ঢাকা-১২১৪।

৮. আবেদনকারীকে অবশ্যই খামের ওপর পদের নাম উল্লেখ করতে হবে।

* আগে যারা আবেদন করেছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই।

মারকাযুল ফুরকান ফাউন্ডেশনের স্কুল শাখা চালু হচ্ছে শিগগির


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ