রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
সিলেটে ১ মাস ধরে নিখোঁজ আবিদুল মিয়া সিলেট মহানগরীর ২০নং ওয়ার্ড যুব জমিয়তের আহবায়ক কমিটি গঠন সম্পন্ন পেশীশক্তি ও কালো টাকার দৌরাত্ম বন্ধে পিআর পদ্ধতির প্রয়োজন- আহমদ আবদুল কাইয়ূম জেদ্দায় হজ সম্মেলন ও প্রদর্শনী নভেম্বরে আজ ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে যুক্তরাজ্য খেলাফত মজলিস বানিয়াচং উপজেলা শাখার ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন ‘নীলনদের পানি যেমন নীল নয়, তেমনি জামায়াতেও ইসলাম নেই’ কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল, সম্পাদক মাজহারুল ‘ইসলামি শক্তির মধ্যে অনৈক্য সৃষ্টি করে এমন বক্তব্য থেকে বিরত থাকুন’ গণঅধিকার পরিষদ ও এনসিপির একীভূত হওয়ার আলোচনা, নেতৃত্ব নিয়ে জটিলতা

৫ ডিমে লিখলেন পুরো কুরআন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মদ
আওয়ার ইসলাম

আবহমানকাল ধরেই সমগ্র বিশ্বের মুসলমানরা সমৃদ্ধ সংস্কৃতি ও ইতিহাস-ঐতিহ্যের ধারকবাহক। তাদের নানা সৃজনশীল কর্ম বিশ্বে ব্যাপক সমাদৃত। আর মুসলমানদের সমৃদ্ধ সংস্কৃতি ও ইতিহাস-ঐতিহ্যের অন্যতম প্রতীক হলো ক্যালিগ্রাফি। এর মাধ্যমে মুসলমানদের দক্ষতা ও সৃজনশীল কর্মকাণ্ডের বিষয়টি ফুটে ওঠে।

সৌদি আরবের নাগরিক আহমেদ আবদান। তার বয়স এখন ৭৫ বছর। জীবনের শেষ সময় পাড়ি দিচ্ছেন তিনি। পেশায় একজন ক্যালিগ্রাফি শিল্পী। যার নাম গিনেজ বুকের খেতাবেও দরজ রয়েছে। ডিমের ওপর এঁকেছেন পুরো কুরআন। ফুটিয়ে তুলেছেন তার দক্ষতা ও সৃজনশীলতা।

Quran on Eggs 2

২০১২ সালে ছয় ডিমে পবিত্র গ্রন্থ আল কুরআন পুরোটা লিখে তাক লাগিয়ে দিয়েছিলেন আহমেদ আবদান। এই অবদানের স্বীকৃতিস্বরুপ মিলেছিল গিনেজ বুকের খেতাবও।

পরে ২০১৬ সালে এসে গোটা কুরআন লিখেছেন পাঁচ ডিমে এবং এটিও একটি বিশ্ব রেকর্ড। ভেঙেছেন নিজের রেকর্ড নিজেই।

বয়সের ছাপ পড়েছে তার শরীরে। দুই চোখেও ভালো দেখতে পান না তিনি। তবুও মনের জোরকে পুঁজি করে নিয়তই লিখে চলেছেন পবিত্র কুরআন। তাঁর ইচ্ছে শক্তির কাছে হার মেনেছে হাজারো প্রতিবন্ধকতা।

Quran on Eggs 1

তিনি বলেন, এককালে পবিত্র কুরআন হাতে লেখার প্রচলন ছিল। সে সময় এটি একটি শিল্পও ছিল। আর তাঁর বাবা এবং দাদা ছিলেন হাতে লেখা কুরআনের শিল্পী। এই কোরআন লিখেই সংসার চলত তাঁদের।

তবে মেশিন আবিষ্কার হওয়ার পর হাতে লেখার প্রচলন উঠে গেছে বললেই চলে। কিন্তু পারিবারিক ঐতিহ্য ধরে রেখেছেন বয়োবৃদ্ধ আবদান। আর নিজের এই কাজের জন্য তিনি গর্বিত বলেও জানান।

সূত্র: ইসলামিক ইনফরমেশন।

ব্যবসার হিসাব নিয়ে জটিলতা আর নয় (কল- 01771 403 470) ক্লিক করুন

দেশে দেশে তারুণ্যের জাগরণ, পিছিয়ে পড়ছে কি কওমি তরুণরা?

ইসলামি রাজনীতি; ঐক্য ও স্বার্থ

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ