রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
‘নীলনদের পানি যেমন নীল নয়, তেমনি জামায়াতেও ইসলাম নেই’ কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল, সম্পাদক মাজহারুল ইসলামি শক্তির মধ্যে অনৈক্য সৃষ্টিকারী বক্তব্য থেকে বিরত থাকা উচিত গণঅধিকার পরিষদ ও এনসিপির একীভূত হওয়ার আলোচনা, নেতৃত্ব নিয়ে জটিলতা পিআর সিস্টেমের নির্বাচন নিরাপদ নির্বাচন, আদর্শের নির্বাচন: শায়খে চরমোনাই মসজিদ নিয়ে দ্বন্দ্ব, সড়কে জুমা আদায় হেফাজতের চার রাহবার সিরাতে মুস্তাকিমের পথ প্রদর্শক ছিলেন: হেফাজত আমির শ্রীমঙ্গলে খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) সম্মেলন ‘পেশীশক্তি ও কালো টাকার দৌরাত্ম বন্ধে পিআর পদ্ধতির বিকল্প নেই’ ডাকসু-জাকসুর প্রভাব জাতীয় নির্বাচনেও পড়বে, আশা জামায়াত আমিরের

এ গরমে লেবুর শরবতের নানা উপকারিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসমঈল আযহার: লেবুর উপকারিতা অনেক অনেক। আমরা সবাই লেবু চিনি। লেবুর রয়েছে নানা নাম ও জাত। এর মধ্যে কাগুজি, এলাচি, গোড়া ইত্যাদি উল্লেখযোগ্য। লেবুর শরবত উন্নতমানের পানীয়।

লেবু দিয়েই দিন শুরু করা যায়। ঘুম থেকে উঠে এক গ্লাস লেবু মেশানো পানি খেলে পেট পরিস্কার হয়। সারাদিন সতেজ অনুভূত হবে। ইফতারির সময় লেবুর শরবত খেলে শরীরের জন্য তা খুবই উপযোগী। চা, কফি, কোক জাতীয় পানীয়র চেয়ে লেবুর শরবত শরীরের জন্য অনেক বেশি উপকারী।

ভাতের সাথে লেবু খেলে তা অতি তাড়াতাড়ি খাদ্য হজম করতে সাহায্য করে। এতে আছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন-বি ও ভিটামিন-সি। যা শরীরের অনেক ধরনের ঘাটতি পূরণ করে। লেবুর রস খেলে বমি বমি ভাব দূর হয়।

লেবু টক, মিষ্টি নানা স্বাদের হয়ে থাকে। যাদের শরীরের ফ্যাট বা চর্বি বেশি কিংবা শরীরের ওজন বেশি হয়ে গেছে তাদের একটু বেশি পরিমাণে লেবু খাওয়া দরকার বলে মনে করেন চিকিৎসকরা।

লেবুর আচার বা জারক খেলে রুচি বৃদ্ধি পায়। লেবু রক্ত পরিশুদ্ধ করতে ব্যাপক ভূমিকা পালন করে। লিভারের নানা সমস্যাও দূর করে। লেবুর পানি দিয়ে নিয়মিত কুলকুচি করলে দাঁতের সমস্যা দূর হয়, দূর হয় মুখের দুর্গন্ধও। দুধের সাথে লেবু মিশিয়ে মুখে লাগালে ত্বক পরিষ্কার, টানটান এবং মসৃণ হয়।

ত্বক পরিষ্কার রাখতেও লেবু ভাল ভূমিকা পালন াকরে। কয়েক ফোঁটা লেবুর রস পায়ের তলায় লাগিয়ে সেখানে বাতাস করলে পা ঠান্ডা হয়। তাতে গরমের দিনে সতেজ ভাগ অনুভূত হয়। সামান্য পরিমাণে লেবুর খোসা খেলেও শরীরের অনেক ধরনের উপকার হয়। এসব ছাড়াও লেবুর আরো অনেক গুণ আছে।

তীব্র গরমে ১২ সিরীয় শিশুর মৃত্যু


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ