সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ ।। ৭ আশ্বিন ১৪৩২ ।। ৩০ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জাতীয় নির্বাচন জুলাই সনদের আইনি ভিত্তিতেই হতে হবে : মাওলানা আবদুল হালিম  আমাদের লক্ষ্য দেশকে কল্যাণ রাষ্ট্রে রূপান্তর করা: পীর সাহেব চরমোনাই আমরা কুমিল্লা বিভাগ প্রতিষ্ঠা করব : খোন্দকার মোশাররফ পেছাল রাকসু নির্বাচন, নতুন তারিখ ১৬ অক্টোবর ফের গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা ফরিদপুরের ভাঙ্গায় পরিত্যক্ত ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার ভোলার বোরহানউদ্দিনে সিরাত মাহফিল অনুষ্ঠিত  সংস্কার ও বিচার নিশ্চিত হলে আগামীকালই নির্বাচন দেন : পীর সাহেব চরমোনাই ‘চরমোনাই পীরকে নিয়ে বিরূপ মন্তব্য, প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এ্যানীকে’ উত্তরখানে ইত্তেহাদুল উলামার কাউন্সিল, নতুন নেতৃত্বের অভিষেক

ইবির দশ বিভাগে ৩৭ শিক্ষক নিয়োগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দশটি বিভাগে ৩৭ জন শিক্ষকসহ আইসিটি সেলে ৩ কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। শনিবার (১৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ২৪১তম সিন্ডিকেট সভায় তাদের নিয়োগের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় বলে জানিয়েছেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ।

বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার অফিস সূত্রে জানা যায়, শনিবার বেলা ১২ টায় উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসাকারীর সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের ২৪১তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন বিভাগের শিক্ষক নিয়োগ, সম্প্রতি একনেক ও শিক্ষা মন্ত্রনলায় কর্তৃক পাশ হওয়া ৫ শত কোটি টাকার মেগা প্রজেক্ট ও অর্গানোগ্রাম পর্যালোচনাসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগে ৪ জন, ফোকলোর স্টাডিজ বিভাগে ৩ জন, ফার্মেসী বিভাগে ৪ জন, ল’ অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগে ৪ জন, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগে ৪ জন, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে ৪ জন, সোস্যাল ওয়েলফেয়ার বিভাগে ৪ জন, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগে ৪ জন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ৪ জন এবং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগে ২ জন শিক্ষকসহ আইসিটি সেলে ৩ কর্মকর্তা নিয়োগের বিষয়টি চূড়ান্ত হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী বলেন, ‘আমরা চেষ্টা করেছি সুষ্ঠু ও স্বচ্ছ নিয়োগ দেওয়ার জন্য। এরপরও যদি কোন অভিযোগ পাওয়া যায় তাহলে প্রশাসন সে ব্যাপারে ব্যবস্থা নিবে।’

আরও পড়ুন : আলেমদের ফিকহী মতপার্থক্যে শিক্ষার্থীর করণীয় কী?


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ