রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো: প্রেসসচিব আফগানিস্তানের এক ইঞ্চি মাটিও নিয়ে কোনো চুক্তি নয়: প্রতিরক্ষা কর্মকর্তা বক্তা আমির হামজার ক্ষমা প্রার্থনা, সতর্ক করল জামায়াত আফগানের পানি ও বিদ্যুৎমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের আলেম প্রতিনিধি দলের সাক্ষাৎ ধর্মীয় অনুশাসনের শিথিলতা পরিবারব্যবস্থা সংকটাপন্ন করে তুলছে: শায়খ আহমাদুল্লাহ বাগরাম বিমানঘাঁটি ফেরত না দিলে খারাপ কিছু ঘটবে, হুমকি ট্রাম্পের আ.লীগকে দল হিসেবে দ্রুত বিচারের আওতায় আনা উচিত : নাহিদ ইসলাম সিলেটে ১ মাস ধরে নিখোঁজ আবিদুল মিয়া সিলেট মহানগরীর ২০নং ওয়ার্ড যুব জমিয়তের আহবায়ক কমিটি গঠন সম্পন্ন পেশীশক্তি ও কালো টাকার দৌরাত্ম বন্ধে পিআর পদ্ধতির প্রয়োজন- আহমদ আবদুল কাইয়ূম

স্কুলছাত্রের প্রাণ বাঁচালেন ওসি শাহজাহান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ঃ  কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার ওসি এসএএম শাহজাহান কবিরের সাহসী পদক্ষেপ ও আন্তরিকতায় এক স্কুলছাত্র নিশ্চিত মৃত্যুর পথ থেকে বেঁচে এসেছে।

বৃহস্পতিবার কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা সদরে কুমিল্লা-মীরপুর সড়কের ভিশন হাসপাতালের পূর্বদিকে একটি বালুভর্তি ট্রাকের চাপায় সাহেবাবাদ লতিফা ইসমাইল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ও নগরপাড় গ্রামের জয়দল হোসেনের ছেলে মো. হৃদয় (১৪) আহত হয়।

তাৎক্ষণিক তাকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়।

হৃদয়ের দুর্ঘটনার খবর পেয়ে লতিফা ইসমাইল উচ্চ বিদ্যালয়ে শত শত শিক্ষার্থী বিচার চেয়ে উপজেলা নির্বাহী অফিস ও থানায় উপস্থিত হয়ে বিক্ষোভ করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল হক ও থানার ওসি এসএএম শাহজাহান কবির অপরাধীদের গ্রেফতারের আশ্বাস দেয়। পরে শিক্ষার্থীরা শান্ত হয়।

এ সময় বেশকিছু শিক্ষার্থী থানার সামনে অবস্থান করছিল। আটককৃত বালুভর্তি ট্রাকটি থানায় প্রবেশ করার মুহূর্তে ব্রিজে ওঠার সময় এপ্রোচ দেবে রেলিংয়ের সঙ্গে হেলে পড়ে।

এ সময় একই স্কুলের নবম শ্রেণির ছাত্র ও সাহেবাবাদ পূর্বপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে মো. ইসরাফিল (১৫) ট্রাক এবং ব্রিজের রেলিংয়ের মাঝখানে চাপা পড়ে।

তাৎক্ষণিক থানার ওসি শাহজাহান কবির জীবনের ঝুঁকি নিয়ে প্রায় ৪০ মিনিট ব্রিজের রেলিংয়ে ঝুলে থেকে এলাকাবাসী ও পুলিশ বাহিনীর সহযোগিতায় ব্রিজের রেলিং ভেঙে ছাত্রটিকে উদ্ধার করে প্রথমে ব্রাহ্মণপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

থানার ওসি ইসরাফিলের পরিবারের সদস্যদের হাতে তাৎক্ষণিক নগদ পাঁচ হাজার টাকা তুলে দেন।

থানার ওসির এ সাহসী পদক্ষেপকে স্বাগত জানিয়ে ব্রাহ্মণপাড়াসহ বিভিন্ন এলাকার সর্বস্তরের জনগণ তার ভূয়সী প্রশংসা ও দীর্ঘায়ু কামনা করেছেন।

আরও পড়ুনঃ কোম্পানিগঞ্জ থানার ওসি কারাগারে।

এসএনএস-


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ