সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ ।। ১৫ বৈশাখ ১৪৩২ ।। ৩০ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
ভারতের বিশিষ্ট আলেম মাওলানা সাইয়িদ মুহাম্মাদ আকিল মাযাহেরি আর নেই আগামী মাসের শুরুতেই শেখ হাসিনার বিচার : প্রধান উপদেষ্টা বজ্রপাতে প্রাণ গেল মাদরাসা শিক্ষকের ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলেই শান্তি প্রতিষ্ঠা হবে: নূরুল ইসলাম বুলবুল প্রস্তুতি সম্পন্ন, রাতে শুরু হচ্ছে হজ ফ্লাইট ফ্রান্সে মসজিদে ঢুকে মুসল্লিকে উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যা ভারতীয় মুসলিমদের পাকিস্তানিদের সঙ্গে তুলনা উচিত নয়: বিজেপি বিধায়ক মুফতী ফয়জুল করীমের মেয়রের চেয়ারে বসা আটকে আছে কোথায়? মোদি ইসরায়েলের পক্ষে, ইসলাম-মুসলমানের শত্রু: মাওলানা ফজলুর রহমান কিশোরগঞ্জে হাওরে ইসলামী আন্দোলনের শরবত বিতরণ

আলেম সাংবাদিক কেন প্রয়োজন?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামিম আরিফ: ইন্টারনেটে বিদেশী ভাষায় ইসলামের যত বিষয় ও তথ্য উপাত্ত পাওয়া যায় তার চার ভাগের এক ভাগও নেই বাংলায়। আবার ইসলাম বিষয়ে গুগল সার্চে যে পরিমাণ তথ্য উপাত্য আসে তার অধিকাংশই বিতর্কিত ও ভুল আকিদার।

মানুষ এখন শেখা ও জানার জন্য ইন্টারনেটমুখি। কিন্তু দীনি বিষয়ের তথ্যের স্বল্পতা মানুষকে ভিন্নমুখী করতে তুলছে দিন দিন। এ অবস্থা থেকে উত্তরণে প্রয়োজন মিডিয়ায় দাওয়াতি কাজের আধিক্য এবং নৈতিক সাংবাদিকতা।

এসব বিষয়কে সামনে রেখেই অলনাইন পোর্টাল আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম আয়োজন করেছে বছরব্যাপী সাহিত্য ও সাংবাদিকতা কোর্স। বিগত বছরের মতো এবারও যথা সময়ে শুরু হবে ক্লাস। তার আগে এখন চলছে ভর্তি।

গত ৮ শাওয়াল থেকে ভর্তি শুরু হয়েছে এ কোর্সের। আবাসিক ব্যবস্থাপনায় বছরমেয়াদী এ কোর্সের ক্লাস সিস্টেম কওমি মাদরাসার অন্যান্য শ্রেণির মতোই। এতে ক্লাস নিয়ে থাকেন বিভিন্ন ইসলামিক স্কলার, লেখক ও সাংবাদিকগণ।

কোর্সটির সার্বক্ষণিক পরিচালনায় নিযুক্ত রয়েছেন লেখক তৈরির কারিগর আইয়ুব বিন মঈন। আছেন বিশিষ্ট লেখক, অনুবাদক ও মুহাদ্দিস মুহাম্মদ যাইনুল আবিদীন।

কোর্সটি কেবল লেখালেখি শিখতে আগ্রহীদের জন্যই নয় বরং যারা নিজেদের বিশুদ্ধভাষী হিসেবে গড়ে তুলবে চান কিংবা ওয়াজের মাঠে কাজ করতে চান কিংবা হতে চান ইমাম খতিব তাদের জন্যও উপকারী।

মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন জানান, আমাদের প্রচেষ্টা এমনই। আমরা একজন শিক্ষার্থীকে পরিপূর্ণ উপযোগী করে গড়ে তুলতে সচেষ্ট।

কোর্সের সমন্বয়ক হুমায়ুন আইয়ুব বলেন, বহু তরুণ লেখালেখি করতে আগ্রহী কিন্তু সঠিক পথ নির্দেশের অভাবে এর থেকে পিছিয়ে থাকেন বা সফল হতে পারেন না। সেসব নবীন ও তরুণ আগ্রহী শিক্ষার্থীদের জন্য এ কোর্স হবে সাফল্যের সিঁড়ি।

আবাসিক অনাবাসিক উভয় নিয়মে ভর্তি হওয়া যাবে। ভর্তির জন্য প্রয়োজনীয় সব যোগাযোগের জন্য নিজের নাম্বারে কল করুন- 01917375299, 01515604155, 01821994998।

No automatic alt text available.


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ