মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭


৭২ ঘণ্টার হরতালের ডাক পার্বত্য অধিকার ফোরামের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ সকালে পৌর শাপলা চত্বর এলাকায় লাঠি মিছিল শেষে মাইক্রোবাস চালক মো. সজিব হোসেনের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে ৭২ ঘণ্টার হরতালের ডাক দিয়েছে পার্বত্য অধিকার ফোরাম ও বাঙালি ছাত্র পরিষদ।

গতকাল শুক্রবার রাঙামাটির নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান শক্তিমান চাকমার শেষকৃত্যানুষ্ঠান থেকে ফেরার পথে দুর্বৃত্তদের ব্রাশফায়ারে তিনি নিহত হন।

হরতালের ঘোষণা করেন পার্বত্য অধিকার ফোরামের সভাপতি মোহাম্মদ মাইন উদ্দিন।

মিছিল শেষে বক্তারা বলেন, অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে। পাহাড়ে সাম্প্রতিক অস্থিরতা নিয়ে তারা উদ্বিগ্ন। পার্বত্য খাগড়াছড়ি জেলায় অনিবন্ধীত আঞ্চলিক রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে খুন, গুম, অপহরণ, অগ্নিসংযোগ করাসহ তাদের অবৈধ অস্ত্রের ঝনঝনানিতে আবারও উত্তপ্ত হয়ে উঠছে। এখন নিরাপত্তাহীনতায় ভুগছে এলাকার সাধারণ মানুষ।

এছাড়া  গত ১৬ এপ্রিল খাগড়াছড়ি জেলার মাটিরাঙা উপজেলার বাসিন্দা তিন বাঙালি কাঠ ব্যবসায়ী মো. সালাউদ্দীন, মো.বাহার মিয়া(ড্রাইভার) ও মো. মহরম আলীসহ সকল অপহরণের বিষয়ে দ্রুততম সময়ে প্রশাসনের কার্যকরী পদক্ষেপ নেয়ার আহ্বানও জানান তারা।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ