বৃহস্পতিবার, ০১ মে ২০২৫ ।। ১৮ বৈশাখ ১৪৩২ ।। ৩ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
৬ষ্ঠ বাংলাদেশ সরকার বিনিয়োগ সুকুক শিগগিরই ইস্যু হচ্ছে হেফাজতের মহাসমাবেশ সফল করতে হাটহাজারী মাদরাসার মহাপরিচালকের আহ্বান ইসরায়েলে আগুন ছড়িয়ে পড়েছে শ্রমিকের অধিকার ও মর্যাদা  নিশ্চিত করতে হবে: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ‘ফাতাওয়ায়ে দারুল উলুম দেওবন্দ’ কীভাবে সংকলিত হয়, কেন গুরুত্বপূর্ণ সৌদি পৌঁছেছেন সাড়ে ৯ হাজার হজযাত্রী ‘আমরা প্রস্তুত, পরীক্ষা নিও না’ হুঁশিয়ারি পাকিস্তান সেনাবাহিনীর উপন্যাসে মুসলমানদের গৌরবোজ্জ্বল অতীত তুলে ধরেন তিনি দারুল উলূম রামপুরার কেনা জায়গা দখলের পাঁয়তারা, নির্মাণকাজে বাধা ইসলামবিরোধী নারী কমিশন নিয়ে আলোচনা করতে খতিবদের প্রতি হেফাজতের আহ্বান

ইমামকে বর্বর নির্যাতন করা সেই ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গত বৃহস্পতিবার সন্ধ্যায় পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ মির্জাগঞ্জ গ্রামে মুহাম্মাদ আবদুল গফফার (৩০) নামে মসজিদের এক ইমামকে অমানবিক নির্যাতন করে মাথা ন্যাড়া করে দিয়েছে ছাত্রলীগ নেতা রাসেল হাওলাদার ও তার সহযোগীরা।

খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মো. আনসার (৩৪) ও মো. জলিল (৪০)কে গ্রেপ্তার করতে পারলেও ঘটনার মূল নায়ক ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো. রাসেল হাওলাদার তখন গ্রেপ্তার করা যায়নি। পরে ওই রাতেই পুলিশের হাতে ধরা পড়ে রাসেল হাওলাদার।

এ ঘটনায় মির্জাগঞ্জ থানায় নির্যাতিত ইমাম আবদুল গফ্ফর’র বড় ভাই মো. রাজ্জাক বাদী হয়ে রাসেল হাওলাদার, আনসার ও জলিলসহ ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫/৬ জনকে আসামি করে মির্জাগঞ্জ থানায় একটি মামলা করেন।

পুলিশ বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রেখেছে।

এ ব্যাপারে মির্জাগঞ্জ থানার ওসি (তদন্ত) মেহেদী হাসান জানান, এ ঘটনার সঙ্গে জড়িত রাসেল, আনসার ও জলিলকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান চলছে।

আরো পড়ুনইমামকে বর্বর নির্যাতন ও মাথা ন্যাড়া করে দিল ছাত্রলীগ নেতা

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ