সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন ডাকাতি যেন আর কখনো না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে আর কখনও রাতের ভোট হবে না: আলী রীয়াজ এবার খামেনির পক্ষে ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ! কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড়

দুই সিটি নির্বাচন নিয়ে ২০ দলের কমিটিতে নেই জামায়াত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজীপুর ও খুলনা সিটি কর্পোরেশনের নির্বাচনে মেয়র পদে সমন্বয় কাজের জন্য দুটি কমিটি করেছে বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোট। তবে এতে রাখা হয়নি জামায়াতে ইসলামীর কোনো প্রতিনিধি। খবর বিডিনিউজ

বৃহস্পতিবার গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে বৈঠকে বসেন জোটের নেতারা। বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা ছিলেন বৈঠকে। তবে বৈঠকে জাতায়াতের কোনো নেতা উপস্থিত ছিলেন না।

গাজীপুরে জোটের নির্বাচন পরিচালনার সমন্বয়ক হয়েছেন জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার, সদস্য সচিব এলডিপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব সাহাদাত হোসেন সেলিম।

খুলনায় সমন্বয়ক হয়েছেন এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ; সদস্য সচিব এনডিপির ভারপ্রাপ্ত মহাসচিব মনজুর হোসেন ঈসা।

বৈঠকে জোট নেতাদের মধ্যে ছিলেন বিজেপির আন্দালিব রহমান পার্থ, খেলাফত মজলিসের আহমেদ আবদুল কাদের, ইসলামী ঐক্যজোটের আবদুল করিম, জাগপার রেহানা প্রধান, এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ, এলডিপির সাহাদাত হোসেন সেলিম, জাতীয় পার্টির (কাজী জাফর) আহসান হাবিব লিংকন, বাংলাদেশ ন্যাপের গোলাম মোস্তফা ভুঁইয়া, মুসলিম লীগের জুলফিকার বুলবুল চৌধুরী, ন্যাপ ভাসানীর আজহারুল ইসলাম, কল্যাণ পার্টির এমএম আমিনুর রহমান, লেবার পার্টি একাংশের মোস্তাফিজুর রহমান ইরান, অন্য অংশের এমদাদুল হক চৌধুরী, ডিএল‘র সাইফুদ্দিন মনি, এনডিপির মনজুর হোসেন ঈসা, সাম্যবাদী দলের সাঈদ আহমেদ, জমিয়তে উলামায়ে ইসলামের মুহিউদ্দিন ইকরাম, পিপলস লীগের সৈয়দ মাহবুব হোসেন।

আগামী ১৫ মে অনুষ্ঠেয় দুই সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী হিসেবে লড়াই করবেন গাজীপুরে হাসান উদ্দিন সরকার ও খুলনায় নজরুল ইসলাম মঞ্জু।

দুই সিটিতে নির্বাচন করবেন ৫ আলেম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ