বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৭ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬


চিহ্নিত হচ্ছে ভিসির বাসভবন হামলায় জড়িতরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মো. আক্তারুজ্জামানের বাসভবনে হামলায় জড়িত কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে। বাকিদেরও চিহ্নিত করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসির বাসভবন পরিদর্শন শেষে তিনি একথা বলেন।

‘কাউকে ছাড় দেওয়া হবে না। কিছু হামলাকারীকে চিহ্নিত করা হয়েছে। বাকিদেরও চিহ্নিত করা হবে।’ ঘটনাস্থল পরিদর্শনে ওবায়দুল কাদের এসব কথা বললেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসির বাসভবনে এ হামলা ১৯৭১ সালের নৃশংসতাকেও হার মানিয়েছে বলে উল্লেখ করেছেন সেতুমন্ত্রী।

 

গত রবিবার কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ড.  মো. আক্তারুজ্জামানের বাসভবনে হামলা চালায় দুর্বৃত্তরা। এ হামলাকে কেন্দ্র করে সরকার দলীয় নের্তৃবৃন্দের পক্ষ থেকে আন্দোলনকারীদের বিরুদ্ধে বিভিন্ন সন্দেহের তীর নিক্ষিপ্ত হচ্ছে।

এদিকে শিক্ষার্থীদের এ আন্দোলনকে যৌক্তিক বলেও আখ্যায়িত করছেন সব মহলের শিক্ষাবিদ, বুদ্ধিজীবি ও রাজনীতিকরা।

শিক্ষার্থীদের প্রতিনিধি দল গতকাল মন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করার পর আন্দোলন স্থগিত করার সিদ্ধান্ত হলেও আন্দোলনকারীদের এক অংশ সিদ্ধান্ত মানেননি। তারা সারাদেশেই আন্দোলন এখন অবধি অব্যাহত  রেখেছেন।

এসএস

আরো পড়ুন : মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতের কানুনি পদক্ষেপ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ