বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৭ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬


দুই সিটিতে ইভিএম বাতিল ও সেনা মোতায়েনের দাবি বিএনপির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসন্ন গাজীপুর ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে ইভিএম ব্যবহার বাতিল ও সেনা মোতায়েনের দাবি জানিয়েছে বিএনপি।

রোববার দুপুরে নয়াপল্টনে এক সংবাদ সম্মেললে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির বলেন, গত দুদিন ধরে নির্বাচন কমিশনার ঘোষণা দিচ্ছে- গাজীপুর ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে সেনা মোতায়েন হবে না। এ নিয়ে আমরা শঙ্কিত।

তিনি ইভিএমের ব্যাপারে বলেন, ইলেকট্রনিক ভোটের মেশিন ব্যবহারে জনগণের আগ্রহ না থাকলেও নির্বাচন কমিশন অনেক সেন্টারে ইভিএম ব্যবহার করতে চাইছে। নির্বাচন কমিশন আদৌ দুই সিটির নির্বাচন সুষ্ঠু চায় কিনা সন্দেহ আছে।

তিনি বলেন, নির্বাচনের জন্য সরকারদলের নেতাকর্মীরা মিছিল করছেন, মিটিং করছেন আর  বিএনপি নেতাকর্মীদের থাকতে হচ্ছে গ্রেফতার আতঙ্কে। তারা ঘরের বাইরেও বেরুতে পারছে না। এ অবস্থায় সুষ্ঠু নির্বাচন হয় কী করে?

নারী নির্যাতন মামলা কি প্রতিপক্ষকে শায়েস্তার হাতিয়ার?

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ