রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
সিলেট মহানগরীর ২০নং ওয়ার্ড যুব জমিয়তের আহবায়ক কমিটি গঠন সম্পন্ন পেশীশক্তি ও কালো টাকার দৌরাত্ম বন্ধে পিআর পদ্ধতির প্রয়োজন- আহমদ আবদুল কাইয়ূম জেদ্দায় হজ সম্মেলন ও প্রদর্শনী নভেম্বরে আজ ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে যুক্তরাজ্য খেলাফত মজলিস বানিয়াচং উপজেলা শাখার ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন ‘নীলনদের পানি যেমন নীল নয়, তেমনি জামায়াতেও ইসলাম নেই’ কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল, সম্পাদক মাজহারুল ‘ইসলামি শক্তির মধ্যে অনৈক্য সৃষ্টি করে এমন বক্তব্য থেকে বিরত থাকুন’ গণঅধিকার পরিষদ ও এনসিপির একীভূত হওয়ার আলোচনা, নেতৃত্ব নিয়ে জটিলতা পিআর সিস্টেমের নির্বাচন নিরাপদ নির্বাচন, আদর্শের নির্বাচন: শায়খে চরমোনাই

জামিয়া ইসলামিয়া ঢাকার দস্তারবন্দী ও দোয়া মাহফিল ৭এপ্রিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: জামিয়া ইসলামিয়া ঢাকার দস্তারবন্দী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে ৭এপ্রিল শনিবার বাদ আসর থেকে।

জামিয়া ইসলামিয়ার মাদরাসা মিলনায়তন কাজলা ব্রীজ, ডেমরা রােড, যাত্রাবাড়ীতেই অনুষ্ঠিত হবে এ দস্তারবন্দী ও দোয়া মাহফিল ।

দস্তারবন্দী ও দোয়া মাহফিলে  বয়ান ও দোয়া পরিচালনা করবেন মুহিউস সুন্নাহ হযরত মাওলানা শাহ আবরারুল হক (রহ.) হারদুঈ, ভারত-এর বিশিষ্ট খলীফা পীরে কামেল হযরত মাওলানা মুফতী মনসুরুল হক প্রধান মুফতী ও শাইখুল হাদীস, জামিআ রাহমানিয়া আরাবিয়া, মুহাম্মাদপুর, ঢাকা ও নায়েবে আমীর, মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশ।

অনুষ্ঠানসূচী এ বাদ আসর কুরআন তিলাওয়াত হামদ-নাত ও সংক্ষিপ্ত আলােচনা।  বাদ মাগরিব। ওয়াজ-নসীহত, দস্তারবন্দী ও মুনাজাত।

আমন্ত্রিত উলামায়ে কিরামের মধ্যে থাকছেন মাওলানা আবু বকর কাসেমী, হাফেজ নজরুল ইসলাম।
মুহতামিম ও শাইখুল হাদীস, জামিয়া ইবরাহীমিয়া মহিলা মাদরাসা, মুহতামিম, মাদরাসা সাইয়েদুল উলুম, কাজলার গড়, যাত্রাবাড়ী, মুফতী জিয়াউল হক মজুমদার, মাওলানা আমীনুল ইসলাম বিশিষ্ট আলিমে দীন ও সমাজসেবক ইমাম ও খতীব, মােমকাজ ম্যানশন মসজিদ, মুহাম্মদপুর।

মুফতী কাজী মুহাম্মাদ হানীফ, হযরত মাওলানা ফয়জুল্লাহ,শাইখুল হাদীস, জামিয়া মারকাজুল উলুম মাদরাসা, কাঁদপুর ইমাম ও খতীব, মক্কী মসজিদ, কাজলার পাড়, বাত্রাবাড়ী। মুফতী সিরাজুল ইসলাম, মুফতী ফখরুল হাসান মাসউদ, মুহতামিম, মাদরাসা উলুমে শরীআহ, যাহাবাড়ী, ঢাকা ইমাম ও খতীব, বাইতুন নূর জামে মসজিন, কাজলা গ্রীজ, যাত্রাবাড়ী।

মুফতী শরীফুল ইসলাম কাসেমী, মুফতী সুহাইল শরীফ আরমান ইমাম ও খতীব, উত্তর কুতুবখালী জামে মসজিদ, যাত্রাবাড়ী ইমাম ও খতীব, আল ফালাহ জামে মসজিদ, নয়ানগর, হারাবাড়ী প্রমুখ।র্

আরো পড়ুন- চট্টলার ঐতিহ্যবাহী জিরি মাদরাসার খতমে বুখারি ১৩ এপ্রিল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ